Mohammed Siraj News: মহম্মদ সিরাজকে নিয়ে 'বড় খবর', গর্বিত হবেন প্রত্যেক ভারতীয়!

India vs West Indies: অহমেদাবাদ টেস্ট ম্য়াচ ইতিমধ্যে দ্বিতীয় দিনে পা রেখেছে। টিম ইন্ডিয়া আপাতত ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান করেছে। হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন কেএল রাহুল এবং শুভমান গিল।

India vs West Indies: অহমেদাবাদ টেস্ট ম্য়াচ ইতিমধ্যে দ্বিতীয় দিনে পা রেখেছে। টিম ইন্ডিয়া আপাতত ৩ উইকেটের বিনিময়ে ১৯৮ রান করেছে। হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন কেএল রাহুল এবং শুভমান গিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj (5)

ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ

Mohammed Siraj: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। ম্যাচের প্রথমদিন ভারতের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। আর সেকারণে ক্যারিবিয়ান ব্রিগেড খুব বেশি রান করতে পারেনি। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের বিধ্বংসী বোলিং ওয়েস্ট ইন্ডিজকে কার্যত কোণঠাসা করে দিয়েছে। আপাতত দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। ব্যাট করছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ভারতের হয়ে হাফসেঞ্চুরি করেছেন কেএল রাহুল (KL Rahul) এবং অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।

Advertisment

Chappell praises Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী বিশ্বখ্যাত কোচের!

মিচেল স্টার্কের রেকর্ড ভাঙলেন মহম্মদ সিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ মোট ৪ উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বাধিক উইকেট শিকারের নজির কায়েম করেছেন। ইতিপূর্বে, এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার আগুন পেসার মিচেল স্টার্কের ঝুলিতে। তবে এবার সেটা সিরাজ ছিনিয়ে নিলেন। ২০২৫-২৭ চক্রে সিরাজ এখনও পর্যন্ত মোট ৩১ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, স্টার্ক এখনও পর্যন্ত ২৯ উইকেটেই আটকে রয়েছেন। এবার সিরাজ এই তালিকায় শীর্ষস্থান দখল করলেন।

Advertisment

Mohammed Siraj Net Worth: বোর্ডের থেকে কত টাকা স্যালারি পান সিরাজ? মোট সম্পত্তির পরিমাণই বা কত?

২০২০ সালে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন সিরাজ

২০২০ সালে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন হায়দরাবাদের পেস বোলার মহম্মদ সিরাজ। এরপর থেকেই তিনি টিম ইন্ডিয়ার অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে ওঠেন। এখনও পর্যন্ত সিরাজ ৪২ টেস্ট ম্য়াচে মোট ১২৭ উইকেট শিকার করেছেন। এরমধ্যে পাঁচবার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।

Siraj-Krishna Record: একা সিরাজে রক্ষে নেই, তায় কৃষ্ণ দোসর! পেস যুগলবন্দিতে ৫৬ বছরের রেকর্ড চুরমার

চূড়ান্ত ফ্লপ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং

প্রথম টেস্ট ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে মুখ থুবড়ে পড়েছে। দলের কেউই ব্য়াট হাতে নজর কাড়তে পারেননি। আর সেকারণেই গোটা দল মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১২১ রান করেছিল। তবে দ্বিতীয় দিন সকাল থেকেই রাহুন এবং শুভমানের ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। ৯১ রানে ব্যাট করছেন কেএল রাহুল। অন্যদিকে, ৫০ রান করে আউট হয়ে যান শুভমান গিল। টিম ইন্ডিয়া আপাতত ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে।

Shubman Gill KL Rahul Indian Cricket Team India vs West Indies Mohammed Siraj