Mohammed Siraj Net Worth: বোর্ডের থেকে কত টাকা স্যালারি পান সিরাজ? মোট সম্পত্তির পরিমাণই বা কত?

Mohammed Siraj: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই সিরিজে তিনি মোট ২৩ উইকেট শিকার করেছেন। এরপর হায়দরাবাদের এই পেস তারকার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে।

Mohammed Siraj: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই সিরিজে তিনি মোট ২৩ উইকেট শিকার করেছেন। এরপর হায়দরাবাদের এই পেস তারকার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj (1)

জেনে নিন, মহম্মদ সিরাজের মোট সম্পত্তির পরিমাণ

Mohammed Siraj: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ নিজের প্রতিভার জোরে ইতিমধ্যে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছেন। ক্রিকেট বিশ্বে আজ প্রত্য়েকেই তাঁর প্রশংসা করছেন। বিগত কয়েক বছরে সিরাজের আর্থিক উপার্জন অনেকটাই বেড়ে গিয়েছে। আজ তিনি কোটি-কোটি টাকা সম্পত্তির মালিক। বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি, আজ কী নেই তাঁর কাছে? প্রতি বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে তিনি কোটি-কোটি টাকা আয় করেন। এর পাশাপাশি আইপিএল টুর্নামেন্ট থেকেও মোটা অঙ্কের টাকা উপার্জন হয়। এছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গে ব্র্য়ান্ড চুক্তি তো আছেই! সেখান থেকেও প্রতি মাসে আয় হয় কোটি কোটি টাকা।

Advertisment

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই সিরিজে তিনি মোট ২৩ উইকেট শিকার করেছেন। শেষ টেস্ট ম্য়াচে তো তিনি মোট ৯ উইকেট শিকার করেছেন। এই পারফরম্য়ান্সের পরই সিরাজের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক, মহম্মদ সিরাজ মোট কত সম্পত্তি মালিক? আইপিএল এবং বিসিসিআই থেকেই বা কত টাকা উপার্জন করেন তিনি?

Siraj-Krishna Record: একা সিরাজে রক্ষে নেই, তায় কৃষ্ণ দোসর! পেস যুগলবন্দিতে ৫৬ বছরের রেকর্ড চুরমার

Advertisment

মহম্মদ সিরাজকে কত টাকা স্য়ালারি দেয় BCCI?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে (২০২৪-২৫) মহম্মদ সিরাজকে এ-গ্রেডে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত ভারতীয় ক্রিকেটারদের বিসিসিআই বছরে ৫ কোটি টাকা করে স্যালারি দেয়। এর পাশাপাশি ম্য়াচ ফি আলাদা থাকে। 

IND vs ENG: ওভালে ঐতিহাসিক জয়ের কৃত্বিত্ব শুধু ২ জনের, গিল-গম্ভীরের নামই নিলেন না কোহলি

একটা ম্য়াচের জন্য ভারতীয় ক্রিকেটাররা কত টাকা করে পান?

  • একটা টেস্ট ম্য়াচের জন্য - ১৫ লাখ টাকা
  • একটা ODI ম্য়াচের জন্য - ৭ লাখ টাকা
  • একটা T20I ম্য়াচের জন্য - ৩ লাখ টাকা

IND vs ENG: শুভমান বা সিরাজ নয়, এই তারকা-ই টিম ইন্ডিয়ার লাকি চার্ম, হারেননি একটিও টেস্ট ম্যাচ

মহম্মদ সিরাজের IPL স্যালারি

গত আইপিএল মরশুমে মহম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন। ইতিপূর্বে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতেন। আইপিএল টুর্নামেন্টে কোন মরশুমে তিনি কত টাকা উপার্জন করেছেন, আসুন একবার দেখে নেওয়া যাক।

  • ২০১৭: সানরাইজার্স হায়দরাবাদ - ২.৬০ কোটি টাকা
  • ২০১৮ থেকে ২০২১: রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু - ২.৬০ কোটি টাকা
  • ২০২২ থেকে ২০২৪: রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু - ৭ কোটি টাকা
  • ২০২৫: গুজরাট টাইটান্স - ১২.২৫ কোটি টাকা

IND vs ENG 5th Test: 'হাসি ফোটাতে পেরেছি...', দেশকে গর্বিত করে কী বললেন সিরাজ?

মহম্মদ সিরাজের মোট সম্পত্তির পরিমাণ

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মহম্মদ সিরাজের। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে প্রথমবার তিনি রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্য়াচ খেলেছিলেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে ওয়ানডে ক্রিকেটে (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) তাঁর অভিষেক হয়। অবশেষে ২০২০ সালের ডিসেম্বর মাসে সিরাজ টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন।

বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, মহম্মদ সিরাজের মোট সম্পত্তির পরিমাণ ৫৭ কোটি টাকা।

BCCI IPL Mohammed Siraj