/indian-express-bangla/media/media_files/2025/09/06/mohammedan-sc-2025-09-06-11-24-41.jpg)
মহমেডান ক্লাবের ব্যর্থতা নিয়ে আপাতত মুখ খুলতে চাইলেন না দীপেন্দু
Mohammedan Sporting Club: বাংলা ফুটবলের লজ্জা বাড়াল মহমেডান স্পোর্টিং ক্লাব। যারা কলকাতা লিগে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে, এবার নাকি তাদেরই খেলতে হবে অবনমন পর্বে! হ্য়াঁ, ঠিকই শুনছেন। এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের ইতিহাসে যুক্ত হল চরম অপমানের জ্বালা। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) চলতি কলকাতা ফুটবল লিগের (CFL 2025-26) শেষ ম্য়াচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ ছিল ইউনাইটেড কলকাতা। এই ম্য়াচটি শেষপর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। আর এই ড্রয়ের পরই অবনমনের চোখরাঙানিতে পড়তে হল মহমেডান স্পোর্টিং ক্লাবকে।
Mohammedan Sporting Club: 'নো ইনভেস্টর, নো ভোট...', মুখ্যমন্ত্রীর ছবি হাতে বিক্ষোভ মহমেডান সমর্থকদের
কী বললেন দীপেন্দু?
এই ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas) সঙ্গে ফোন মারফৎ যোগাযোগ করা হয়েছিল। তিনি বললেন, 'এখনই এই অবনমন সম্পর্কে কিছু বলতে পারব না। পরে আমরা অবশ্যই বলব।' তবে গোটা ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
ড্র করল মহমেডান
মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম কলকাতা ইউনাইটেড দলের ম্যাচটি ব্যারাকপুর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। যদিও এই ম্য়াচে ব্ল্যাক প্য়ান্থার্সরা একেবারেই নজর কাড়তে পারেননি। ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করতে হয়। খেলার ৬ মিনিটে বাবাইয়ের গোলে এগিয়ে যায় পৈলান ইউনাইটেড কলকাতা। প্রথম ৪৫ মিনিটে মহমেডান সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করলেও, শেষপর্যন্ত তারা সফল হয়নি। তবে এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও বাংলার এই শতাব্দী প্রাচীন ক্লাবের সম্মানরক্ষা করেন লালঙ্গাইলসাকা। ৫৫ মিনিটে সমতা ফিরলেও, জয়ের সরণীতে ফিরতে পারেনি মেহরাজউদ্দিন ওয়াডুর দল। যদিও তারা গোল করার বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল।
Mohammedan SC vs Diamond Harbour FC: অবিশ্বাস্য লড়াইয়ের পরও হল না শেষরক্ষা, শেষবেলায় হার মহমেডানের
এই পরিস্থিতিতে কী করণীয় মহমেডানের?
আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা গ্রুপের শেষ তিনটে দল নিয়ে অবনমন পর্ব আয়োজন করা হয়। এই পর্বে প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে। শেষপর্যন্ত পয়েন্ট তালিকায় যে ২ দল একেবারে নীচে থাকবে, তারা প্রথম ডিভিশনে নেমে যাবে। তবে মহমেডানের কাছে একটা ক্ষীণ আশার আলো বাকি রয়েছে। সেটা হল, অবনমন পর্বে গ্রুপ তালিকার পয়েন্টও যোগ করা হবে। আপাতত মহমেডানের ঝুলিতে ১১ পয়েন্ট রয়েছে। সেক্ষেত্রে তারা কিছুটা হলেও এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে।