Mohun Bagan Super Giant: 'অনেকদিন পর কোনও দল জিতলে...', ইস্টবেঙ্গলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৃঞ্জয়ের

Mohun Bagan vs East Bengal: গত শনিবার (২৬ জুলাই) মরশুমের প্রথম ডার্বি ম্য়াচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল শেষপর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করে।

Mohun Bagan vs East Bengal: গত শনিবার (২৬ জুলাই) মরশুমের প্রথম ডার্বি ম্য়াচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল শেষপর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Srinjoy Bose

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব সৃঞ্জয় বসু

Mohun Bagan Super Giant: গত শনিবার (২৬ জুলাই) মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্য়াচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। এই হাইভোল্টেজ ম্য়াচে ইস্টবেঙ্গল (East Bengal FC) শেষপর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করে। তবে ম্য়াচ জেতার পর একদল লাল-হলুদ সমর্থকের উচ্ছ্বাস কার্যত বাঁধনছাড়া হয়ে যায়। সুমন দেবনাথ নামে একজন মোহনবাগান সমর্থককে মারধর করার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। লাল-হলুদ সমর্থকদের এহেন আচরণ নিয়ে মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসুকে (Srinjoy Bose) প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, ডার্বি ম্য়াচের পর এমন আচরণ কি কখনই কাম্য? এই ব্যাপারে বাগান সচিব যা বললেন, সেটাকে বিস্ফোরক বললেও কম বলা হবে।

Advertisment

Mohun Bagan Fan Ripon Mondal: 'সেদিন মাথা ফেটে যাওয়ার পর...', দুঃসহ স্মৃতির কথা আজও ভোলেননি রিপন

কী বললেন সৃঞ্জয় বসু?

Advertisment

সৃঞ্জয় বসু বললেন, 'এটা একটা নোংরামির ব্যাপার। ডার্বি ম্যাচে কেউ জিততে পারে, আবার কেউ হারতে পারে। একটা টিম অনেকদিন পর জিততে পারলে, তাদের উচ্ছ্বাসটা একটু বাঁধনছাড়া হয়ে যায়। আমি আশা করব, আগামীদিনে প্রত্যেকেই একটা শালীনতা বজায় রাখবে। এটা যদি মোহনবাগান করে, তাহলে আবার অনেকে গলাবাজিও করেন। সেকারণে এমন অপ্রীতিকর ঘটনা থেকে দু'পক্ষই যাতে বিরত থাকে, সেই ব্যাপারটা সমর্থকদের অবশ্যই মাথায় রাখা উচিত।'

East Bengal vs Mohun Bagan: ডার্বি শেষ হতেই 'অসভ্যতা' ইস্ট-মোহন সমর্থকদের, কল্যাণী স্টেশনে বইল রক্তগঙ্গা!

দেখে নিন ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে আহত মোহনবাগান সমর্থক সুমন দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন,  'প্রথমে ওরা আমার দিকে ১ টাকার কয়েন ছুঁড়ে মারে। এমনকী, আমাকে ভিখারি মাচা বলে সম্বোধন করে। আমি প্রথমে কিছু বলিনি। কিন্তু, এখানেই থামেনি ওরা। এরপর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এই গালাগালির বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম শুধুমাত্র।'

Mohun Bagan Super Giant: মোহনবাগান দিবসের অনুষ্ঠান লাইভ দেখতে চান? জেনে নিন টিকিটের দাম

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এরপর ওরা সবাই মিলে আমাকে ছেঁকে ধরে। এরপর ছিঁড়তে যায় আমার জার্সি। আমার দাদাকে জুতোপেটা করতে শুরু করে। ওখানে আর কোনও মোহনবাগান সমর্থক ছিল না। এমন সময় একজন ইস্টবেঙ্গল সমর্থক আমার পিছন থেকে আসে এবং হাতের বালা দিয়ে ঠোঁটে মারে। আর তারপর আমার মুখটা ফেটে যায়। এখনও পর্যন্ত মোট আটটা সেলাই পড়েছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে।'

Mohun Bagan Super Giant: মোহনবাগানে যোগ দিলেন তারকা ফুটবলার, আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা

শুধুমাত্র সুমন দেবনাথ একা নন, শনিবাসরীয় ডার্বি ম্য়াচের পর কল্যাণী স্টেশনও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ দেখা গিয়েছে। সেই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সেই ঝামেলা বন্ধ হয়।

srinjoy bose East Bengal FC East Bengal vs Mohun Bagan Kolkata Derby Mohun Bagan Super Giant