/indian-express-bangla/media/media_files/2025/05/23/amxUeVYQk1QxQjcoc7IL.jpg)
মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত
Mohun Bagan: বেজে গেল দামামা। মোহনবাগান নির্বাচনের দামামা। কবে এই নির্বাচনী অনুষ্ঠান আয়োজন করা হবে, তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই ব্যাপক জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। সূত্রের খবর, আগামী ২২ জুন এই নির্বাচনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। জানা গিয়েছে, সকাল ৮টা থেকে শুরু হবে নির্বাচন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই নির্বাচনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আসতেই সবুজ-মেরুন সমর্থকরা কার্যত গা-ঝাড়া দিয়ে উঠেছেন। ইতিমধ্যে পালতোলা নৌকো দু'ভাগে বিভক্ত হয়েছে। একদিকে দেবাশিস দত্ত শিবির, অন্যদিকে সৃঞ্জয় বসু। ইতিমধ্যে শোনা যাচ্ছে, আগামী সোমবার থেকে নির্বাচনের মনোনয়ন পত্র দেওয়া শুরু হতে পারে। আগামী ৩ জুন পর্যন্ত এই মনোনয়ন পত্র জমা দেওয়া হতে পারে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Dimitri Petratos: অবশেষে জল্পনার অবসান! পরের মরশুমেও মোহনবাগানে থাকছেন এই বিদেশি তারকা
সূত্রের খবর, আগামী ৩০ জুনের মধ্য়ে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ক্লাব থেকে সদস্যরা ১০০ টাকার বিনিময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেন। উল্লেখ্য, একজন সদস্য় সর্বাধিক পাঁচটি পেপারই সংগ্রহ করতে পারবেন। তবে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে 'কশান মানি' হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এই গোটা ব্য়াপারটাই আপাতত চিন্তা-ভাবনার স্তরে রয়েছে। ক্লাবের পক্ষ থেকে এখনও চূড়ান্তভাবে কিছু ঘোষণা করা হয়নি।
Mohun Bagan FIFA ban: ফিফার কড়া শাস্তিতে মোহনবাগানে বজ্রপাত! কামিংসের জন্য বিপদে সবুজ-মেরুন শিবির
নির্বাচনে দাঁড়াবেন না দেবাশিস দত্ত?
এদিকে আবার মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, যদি ক্লাবের আগামী সচিব টুটু বসু হন, তাহলে তিনি নাকি নির্বাচনেই দাঁড়াবেন না। বৃহস্পতিবার দেবাশিস দত্ত সাংবাদিকদের জানিয়েছেন, টুটু বসু যদি মোহনবাগান ক্লাবের নির্বাচনে দাঁড়াতে চান, তাহলে তাঁর কোনও সমস্যা নেই। তিনি নিজে এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। কিন্তু, যদি ৬ মাস পর নিজের ছেলে সৃঞ্জয় বসুকে সচিব পদে বসাতে চান, তাহলে সেটা তিনি মেনে নিতে পারবেন না। দেবাশিস দত্ত'র সাফ কথা, টুটু বসুকে এই ব্যাপারে লিখিত জবানবন্দি দিতে হবে যে তিনি নিজের ছেলেকে সচিব পদে বসাবেন না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্য়েই জলঘোলা হতে শুরু করেছে।
সঙ্গে দেবাশিস দত্ত আরও যোগ করেন, টুটু বসুই তাঁকে হাত ধরে মোহনবাগান ক্লাবে নিয়ে এসেছিলেন। আর অঞ্জন মিত্র গড়ে তোলেন। টুটু বসু এবং অঞ্জন মিত্রর আশীর্বাদেই তিনি যাবতীয় প্রশাসনিক কাজ শিখতে পেরেছেন। আর সেকারণেই টুটু বসুর বিরুদ্ধে লড়াই করতে নামবেন না। সেক্ষেত্রে নির্বাচনের আগে বশ্য়তা স্বীকার করতে রাজি তিনি।