Mohun Bagan Election: কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই ইস্তেহারে তিনি সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্য এবং আগামী কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন।
Mohun Bagan Election: কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই ইস্তেহারে তিনি সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্য এবং আগামী কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন।
Shilton Paul Exclusive: মোহনবাগান ফুটবল ক্লাবে নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কলকাতা ময়দান আপাতত উত্তেজনায় ফুটতে শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই ইস্তেহারে তিনি সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্য এবং আগামী কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। এই আগামী কর্মকাণ্ডের মধ্যে একটি হল 'গোলশ্রী' প্রকল্প।
Advertisment
কী এই 'গোলশ্রী' প্রকল্প?
বাংলার মানুষজন ইতিমধ্যে বিভিন্ন 'শ্রী' প্রকল্পের সঙ্গে অভ্যস্ত। যেমন - কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, যোগ্যশ্রী, সবুজশ্রী, কর্মশ্রী, ঐক্যশ্রী ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় 'গোলশ্রী' প্রকল্পের নাম শুনে বাঙালি ফুটবল সমর্থকরা যে বেশ কিছুটা চমকেই উঠেছিলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইস্তেহার প্রকাশ করার সময় দেবাশিস দত্ত (Debasish Dutta) জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতের ফুটবলার তৈরি করার জন্য় একটি স্কুল তৈরি করা হবে। সেই স্কুলে ১০-১২ বছরের ফুটবলাররা অংশগ্রহণ করতে পারবে। আশা করা হচ্ছে, এই স্কুলের হাত ধরেই বাংলা থেকে অনূর্ধ্ব-১৩ ফুটবলাররা উঠে আসতে পারবে। আর এটাকেই 'গোলশ্রী' প্রকল্প নাম দেওয়া হয়েছে।
এই ব্যাপারে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan) প্রাক্তন গোলকিপার শিলটন পালকে প্রশ্ন করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছেন, 'আমি আগেও একথা বলেছিলাম যে মোহনবাগানের একটা অ্যাকাডেমি থাকা দরকার। মোহনবাগান ক্লাবে কোনও অ্যাকাডেমি নেই। বাংলা ফুটবলের স্বার্থে যদি কোনও ক্লাব বাচ্চাদের খেলার একটা মঞ্চ দেয়, তাহলে এরথেকে ভাল তো আর কিছু হতে পারে না। সবসময় ভাল উদ্যোগ। যে ভাল করবে, তাকে তো ভাল বলতেই হবে।'
আসন্ন এই নির্বাচন নিয়ে মোহনবাগান শিবির আপাতত বিভাজিত। একদিকে দেবাশিস দত্ত শিবির এবং অন্যদিকে সৃঞ্জয় বসু শিবির। শিলটনকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোন শিবিরকে সমর্থন করবেন? জবাবে বাগানের 'বাজপাখি' বললেন, 'আমরা সবাই মোহনবাগান ক্লাবের সদস্য। সবাই ক্লাবটাকে ভালবাসি। নির্বাচনের পর কে ক্ষমতায় আসবে, সেটা আমি বলতে পারব না। সেটা নির্বাচনের পরই ঠিক হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মোহনবাগান ক্লাবে টুটু স্যারের যেহেতু এত বড় একটা অবদান রয়েছে, সেটাকে অবশ্যই সম্মান দেওয়া উচিত। কারণ টুটু স্যার না থাকলে, এতদিন টিকে থাকা সম্ভব হত না।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'টুম্পাইদা'কে খুব কাছ থেকে দেখেছি। উনি খুব ভাল মানুষ। প্রশাসক হিসেবেও যথেষ্ট ভাল। ভবানীপুরের মতো একটা ক্লাবকে যে এই জায়গায় নিয়ে এসেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। যদি টুম্পাইদা'কে যদি এই দায়িত্ব আবারও দেওয়া হয়, তাহলে আশা করব যে উনি খুব ভাল করেই তা পালন করতে পারবেন।'