/indian-express-bangla/media/media_files/2025/10/15/mohun-bagan-fan-protest-2025-10-15-15-59-08.jpg)
প্রতিবাদে সোচ্চার মোহনবাগান সমর্থকরা
Mohun Bagan Super Giant: চলতি আইএফএ শিল্ডে (IFA Shield 2025) গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে আপাতত খেলা চলছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরবেলা কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আদৌ কোনও সবুজ-মেরুন সমর্থক খেলা দেখতে আসবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। শেষপর্যন্ত মেরিনার্সরা মাঠে আসে বটে, কিন্তু প্রিয় দলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখাতে থাকে।
Mohun Bagan Super Giant: চরম দুঃসংবাদ মোহনবাগান শিবিরে, হা-হুতাশ করছেন সমর্থকরা
বুধবার দুপুরবেলা কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বেশ কয়েকজন সমর্থক এসেছিলেন। কিন্তু, তাঁদের প্রত্যেকের হাতেই প্রতিবাদী ব্যানার দেখতে পাওয়া যায়। সেই পোস্টারে লেখা ছিল, 'শিরদাঁড়া বিক্রি নেই'। মোহনবাগান সমর্থকরা কেন এমন পোস্টার নিয়ে মাঠে এসেছিলেন, সেটা আর নতুন করে বলার দরকার নেই। বাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ থেকেই বেশ কয়েকটি ফ্যান ক্লাব এমন প্রতিবাদের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই দৃশ্য যে ম্যানেজমেন্টের ঘুম কাড়বে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
Mohun Bagan Super Giant News: মোহনবাগানকে নিয়ে দুর্দান্ত খবর, উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
ম্যানেজমেন্টের উপর কেন ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা?
কয়েকদিন আগে সেপাহান এফসি-র বিরুদ্ধে ইরানে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু, নিরাপত্তার কারণে বাগান ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এই ম্যাচ খেলতে যাবে না। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে নামও বাদ পড়ে মোহনবাগানের। এমন সিদ্ধান্তের কারণেই বাগান সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কয়েকদিন আগে তো তারা দলের ৩ অজি তারকাকে (জেমি ম্য়াকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস) ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন।
Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য দারুণ খবর, খুশিতে আত্মহারা হবেন আপনিও!
বুধবার (১৫ অক্টোবর) আবারও তারা মাঠে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমর্থকদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার। তাতে লেখা ছিল, 'শিরদাঁড়া বিক্রি নেই'। অর্থাৎ, যে কোনও মূল্যে যে তারা দলের প্রতি আবেগ বিসর্জন দিতে পারবে না, তা এই একটা কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। আজকের ম্য়াচে প্রথম ১৫ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। তবে ইউনাইটেডের আক্রমণ যে নজর কাড়ছে, তা বলা যেতেই পারে।