/indian-express-bangla/media/media_files/2025/10/12/mohun-bagan-super-giant-16-2025-10-12-18-34-09.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়র শুভাশিস বসু
Mohun Bagan Super Giant: শনিবার (১১ অক্টোবর) ভারতীয় ফুটবল দলে (Indian Football Team) যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের দুই তারকা খেলোয়াড়। শুভাশিস বসু (Subhasish Bose) এবং লালেংমাওইয়া রালতে (Apuia)। সিঙ্গাপুরের বিরুদ্ধে ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) গুরুত্বপূর্ণ ম্য়াচে তাঁরা খেলতে নামবেন বলে আশা করা যায়।
Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা
অভিজ্ঞ ডিফেন্ডার শুভাশিস বসু এবং সেন্ট্রাল মিডফিল্ডার রালতে যে আগামী ম্য়াচে খালিদ জামিলের দলে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে চলেছেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আপাতত ভারতীয় ফুটবল দল এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে প্রথম জয়ের অপেক্ষা করছে।
Mohun Bagan News Update: দিমি-জেমিদের সঙ্গে সেলফির আবদার, থামল মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের ঝড়
ইতিপূর্বে, ভারতীয় ফুটবল দল সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ খেলতে গিয়েছিল। এই ম্য়াচটি ১-১ গোলে ড্র হয়। আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) গোয়ায় এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবে নীল বাঘেদের দল।
গত তিন ম্য়াচ থেকে ভারতীয় ফুটবল দল এখনও পর্যন্ত মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।
ফের ভারত VS সিঙ্গাপুর
এবার দ্বিতীয় লেগে সিঙ্গাপুরের বিরুদ্ধে আবারও খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত মাসে কাফা নেশনস কাপে ভারতীয় ফুটবল দল তৃতীয় স্থান অর্জন করেছিল।
Mohun Bagan Super Giant Win News: প্রতিবাদের মঞ্চে আগুন জয় মোহনবাগানের! গোকুলামকে পরাল ৫ গোলের মালা
নীল বাঘেরা ফিফা ক্রমতালিকায় তাদের থেকে উপরে থাকা ওমান (পেনাল্টি শ্যুটআউট) এবং তাজাখস্তানকে পরাস্ত করেছে। পাশাপাশি এশিয়া মহাদেশের অন্যতম শক্তিশালী দল ইরানের বিরুদ্ধেও যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছিল। তবে শেষপর্যন্ত ভারতকে ৩ গোল হজম করতে হয় এবং শেষপর্যন্ত হাতছাড়া হয়ে যায় ম্য়াচটা।
Mohun Bagan Super Giant News: মাঠে 'ধামাকা' মোহনবাগানের, গ্যালারিতে প্রতিবাদের ঝড়
শেষকালে একটা ব্যাপার না বললেই নয়, সিঙ্গাপুর যাওয়ার আগে ভারতীয় ফুটবল দল বেঙ্গালুরুতে যথেষ্ট ভাল অনুশীলন করেছিল।