/indian-express-bangla/media/media_files/2025/10/15/manvir-singh-mohun-bagan-1-2025-10-15-10-22-34.jpg)
Mohun Bagan Super Giant: হাতে আর একেবারে বেশি সময় নেই। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ইউনাইটেড এসসি। বুধবার বেলা আড়াইটা থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হবে। তবে ম্যাচ শুরুর আগে মোহনবাগান শিবিরে একটি দুঃসংবাদ কার্যত সুনামি ঝড়ের মতো আছড়ে পড়েছে। কী সেই দুঃসংবাদ, আসুন জেনে নেওয়া যাক।
Mohun Bagan Super Giant News: মোহনবাগানকে নিয়ে দুর্দান্ত খবর, উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
আগামী ১৮ তারিখ আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনালের আয়োজন করা হচ্ছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই পরিস্থিতিতে মোহনবাগান যদি আজকের ম্যাচে নিদেন ড্র'ও করতে পারে, তাহলেও তারা ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে। আর সেই কথাটা মাথায় রেখে মঙ্গলবার বিকেলবেলা দল নিয়ে অনুশীলনে নেমেছিলেন বাগান কোচ হোসে মলিনা।
Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য দারুণ খবর, খুশিতে আত্মহারা হবেন আপনিও!
চোটের কারণে হয়ত খেলবেন না মনবীর
কিন্তু অনুশীলনে যে ছবি দেখতে পাওয়া গেল, সেটা হয়তো মোহনবাগান সমর্থকদের খুব একটা স্বস্তিতে রাখবে না। চোটের কারণে আজকের ম্যাচে হয়ত খেলতে পারবেন না মনবীর সিং। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। বরং সাইডলাইনের ধারে একা দাঁড়িয়ে হালকা গা ঘামালেন তিনি। মোহনবাগানের উইংয়ে মনবীরের অনুপস্থিতি একটা যে ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। একই কথা প্রযোজ্য অনিরুদ্ধ থাপার ক্ষেত্রেও। তিনিও হয়ত চোটের কারণে এই ম্যাচটা খেলতে পারবেন না।
Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা
এর পাশাপাশি জাতীয় দলের শিবিরে রয়েছেন শুভাশীষ বসু এবং আপুইয়া। এই পরিস্থিতিতে মলিনার হাতে বিকল্প যে অনেকটাই কমে যাবে, তা কার্যত বলা যেতেই পারে। আশা করা হচ্ছে, আজকের ম্যাচে শুভাশিসের জায়গায় হয়ত অভিষেক টেকচাম সিং এবং আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশীকে খেলানো হতে পারে।
Mohun Bagan News Update: দিমি-জেমিদের সঙ্গে সেলফির আবদার, থামল মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের ঝড়
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএফএ শিল্ডে মোহনবাগান তাদের প্রথম ম্যাচটা গোকুলাম কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে তারা ৫-১ গোলে জয়লাভ করে। পাশাপাশি গোকুলাম কেরালাকে হারিয়েছে ইউনাইটেডও। তবে মোহনবাগান আপাতত এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি আজকের ম্যাচটা মোহনবাগান জিততে পারল তো ভাল, নাহলে ড্র করলেও তারা ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে একথা বলা যেতেই পারে যে শিল্ড ফাইনালে ডার্বি ম্যাচের আগে, বুধবার মোহনবাগান যাবতীয় মহড়া সেরে ফেলতে চায়।