Mohun Bagan Goal: আগুন গোল মোহনবাগানের, মাঠে নামতেই জাত চেনালেন দিমি গড

Mohun Bagan vs United SC: চলতি আইএফএ শিল্ডে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে আপাতত খেলা চলছে। প্রথমার্ধ শেষে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে রয়েছে।

Mohun Bagan vs United SC: চলতি আইএফএ শিল্ডে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে আপাতত খেলা চলছে। প্রথমার্ধ শেষে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Dimi Petratos

মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের প্রাণভ্রমরা দিমি পেত্রাতোস

Mohun Bagan Super Giant: ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) ইতিমধ্যে গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। বুধবার (১৫ অক্টোবর) এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইউনাইটেড এসসি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে শুরু থেকেই মোহনবাগানের দাপট কার্যত চোখে পড়ার মতো। ম্য়াচের ৪৫ মিনিটে গোলের দরজা খুলে দিলেন দিমি পেত্রাতোস (Dimitrios Petratos)।

Advertisment

গোল করলেন পেত্রাতোস

এই ম্যাচে মোহনবাগান একাধিক গোল করার সুযোগ পেলেও, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। ৪৫ মিনিটে অবশেষে গোলের দরজা খুলে দিলেন দিমি পেত্রাতোস। পেত্রাতোসের একটি ফ্রি-কিক ঘুঁসি মেরে সরিয়ে দিতে চেয়েছিলেন ইউনাইটেড গোলকিপার সুব্রত। কিন্তু, রবসন বলটাকে তাঁর বাঁ-দিকে পেয়ে যান। এরপর তিনি কামিন্সকে একটি ছোট্ট পাস বাড়ান। কামিন্স বলটা নিয়ে আবারও সেন্টারে পেত্রাতোসের দিকে ঠেলে দেন। ইউনাইটেড ডিফেন্স পেত্রাতোসকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু, সেই বাধা অতিক্রম করেন এই অজি ফরোয়ার্ড। অবশেষে সুব্রতকে পরাস্ত করে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন।

Mohun Bagan Fans Protest: 'শিরদাঁড়া বিক্রি নেই...', খেলা চলাকালীন অভিনব প্রতিবাদ মোহনবাগান সমর্থকদের

Advertisment

ধারে-ভারে এগিয়ে মোহনবাগান

ইউনাইটেড এসসি-র তুলনায় মোহনবাগান সুপার জায়ান্ট যে ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে থাকবে, তা আগে থেকেই প্রত্যাশা করা হয়েছিল। ইতিপূর্বে গ্রুপ পর্বে এই দুটো দলই গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। মোহনবাগান যেখানে জিতেছিল ৫-১ গোলে, সেখানে ইউনাইটেড জিতেছিল মাত্র ১-০ গোলে। ফলে মোহনবাগান আজকের ম্যাচটা জিততে পারল তো ভাল, নয়ত ড্র করলেও তারা ফাইনালে পৌঁছে যাবে।

Mohun Bagan Super Giant: চরম দুঃসংবাদ মোহনবাগান শিবিরে, হা-হুতাশ করছেন সমর্থকরা

অনুপস্থিত বাগানের একাধিক তারকা ফুটবলার

এই ম্য়াচে খেলতে নামেননি সবুজ-মেরুন ব্রিগেডের একাধিক তারকা ফুটবলার। জাতীয় শিবিরে থাকার কারণে এই ম্য়াচে মোহনবাগান পাচ্ছে না শুভাশিস বসু এবং আপুইয়া রালতেকে। গতকাল সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। যদিও টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২-১ গোলে পরাস্ত হয়েছে।

Mohun Bagan Super Giant News: মোহনবাগানকে নিয়ে দুর্দান্ত খবর, উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের

ফাইনালে নাম লিখিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১২৫-তম আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) তারা নামধারী এফসি-কে ২-০ গোলে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মোহনবাগান সুপার জায়ান্ট নাম লেখাতে পারে কি না, সেটাই আপাতত দেখার। 

Mohun Bagan Super Giant Robson Robinho IFA Shield 2025