/indian-express-bangla/media/media_files/2025/10/19/debasish-dutta-on-ifa-shield-2025-10-19-13-20-21.jpg)
মোহনবাগান আইএফএ শিল্ড জিততে উচ্ছ্বসিত দেবাশিস
Mohun Bagan Super Giant: শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল সমর্থকদের জন্য এক ইতিহাসের পুনরাবৃত্তি হল। যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট একটি রোমাঞ্চকর লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal FC) টাই-ব্রেকারে ৫-৪ গোলে পরাস্ত করেছে এবং ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) জয় করেছে। প্রায় ২২ বছর পর মোহনবাগান ফের এই শতাব্দী-প্রাচীন খেতাব নিজেদের ক্যাবিনেটে তুলল।
Mohun Bagan Super Giant: 'মোহনবাগানের হয়ে সুপার কাপ জিততে চাই...', শিল্ড জিতেই 'হুঙ্কার' শুভাশিসের
২১ নম্বর আইএফএ শিল্ড জয় করল মোহনবাগান
নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের পর এই ম্য়াচ ১-১ গোলে শেষ হয়। এরপর ম্য়াচ পেনাল্টি শ্যুটআউটে পৌঁছয়। আর এখানেই মোহনবাগান ফুটবলাররা নিজেদের সংযত রেখে জয় হাসিল করেছে। এই খেতাবি জয়ের পর মোহনবাগানের ঝুলিতে ২১ তম আইএফএ শিল্ড চলে এল। ২০০৩ সালের পর প্রথমবার মেরিনার্সরা এই টুর্নামেন্টে সাফল্যের স্বাদ পেল। সবথেকে মজার ব্যাপার, ২০০৩ সালেও ইস্টবেঙ্গলকে এই পেনাল্টি শ্যুট-আউটেই টেক্কা দিয়েছিল মোহনবাগান।
Mohun Bagan Super Giant Win: খোঁচা দিতে এসেছিল ইস্টবেঙ্গল, জিতেই যোগ্য জবাব মোহনবাগানের
প্রতিশোধের ডার্বি
তবে শনিবারের ম্য়াচটা মোহনবাগানের কাছে যে প্রতিশোধের ডার্বি ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ইতিপূর্বে, এই দুটো দল ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয়লাভ করেছিল। আর এই একটা ম্য়াচ হেরেই গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মোহনবাগান। সেকারণে ম্যাচের শেষে বাগান সমর্থকদের একাংশ বলতে শুরু করেছেন, বদলার ডার্বি জিততে পেরে খুব ভাল লাগছে। মনে স্বস্তি ফিরেছে।
Mohun Bagan Super Giant News: প্রতিশোধের ডার্বিতে নিভল মশাল, দুরন্ত জয় ছিনিয়ে আনল মোহনবাগান
'বদলা' প্রসঙ্গে মন্তব্য দেবাশিসের
শনিবার ম্যাচের শেষে 'বদলা' প্রসঙ্গে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্তকে (Debasish Dutta) প্রশ্ন করা হয়েছিল। তিনি খানিক তাচ্ছ্বিল্যের সুরে বললেন, 'কার সঙ্গে বদলা? আরে, গত ৫ বছরে যা করে দিয়েছি, সেখানে আর বদলা-ফদলা নিয়ে কেউ আর মাথা ঘামায় না।' সঙ্গে দেবাশিস আরও যোগ করলেন, 'এই বছর আইএফএ শিল্ড জিততে পেরে খুব ভাল লাগছে। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। এতক্ষণ ধরে লড়াইয়ে পর যে সাফল্য অর্জন করা গেল, তার জন্য আমি খেলোয়াড়, কোচ এবং ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। তার থেকেও বেশি করে ধন্যবাদ জানাব সমর্থকদের। আজ সকলেই মাঠে এসেছেন। দলকে সমর্থন করেছেন। বিক্ষোভের কোনও আঁচ এই ম্য়াচের উপর পড়তে দেননি।'