/indian-express-bangla/media/media_files/2025/10/19/subhasish-bose-1-2025-10-19-11-24-40.jpg)
মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু
Mohun Bagan Super Giant: সদ্য ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে তারা ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। অন্তিম ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। নির্ধারিত ৯০ মিনিটে দুটো দলই একটি করে গোল করে। অবশেষে খেলা গড়ায় টাই-ব্রেকারে। সেখানে মোহনবাগান ৫-৪ গোলে জয়লাভ করে। কিন্তু, এই টুর্নামেন্ট জেতার পরও বিশ্রাম গ্রহণের বিন্দুমাত্র অবকাশ নেই সবুজ-মেরুন ব্রিগেডের কাছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। আর সেকারণেই পরবর্তী ট্রফি জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিতে চায় মেরিনার্সরা।
Mohun Bagan Super Giant Win: খোঁচা দিতে এসেছিল ইস্টবেঙ্গল, জিতেই যোগ্য জবাব মোহনবাগানের
কী বললেন শুভাশিস বসু?
শনিবার (১৯ অক্টোবর) ম্যাচের শেষে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose) বললেন, 'মোহনবাগান কোনও টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য খেলতে নামে না। ট্রফি জিততেই মাঠে নামে। গত কয়েকবছরে এই কথাটা আমরা দল হিসেবে প্রমাণ করে দিয়েছি। পাশাপাশি, আমাদের ম্যানেজমেন্ট এবং গোয়েঙ্কা সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা যে টুর্নামেন্টেই খেলতে নামি না কেন, সেটা যেন জিতেই মাঠ ছাড়ি। সেই কথাটা মাথায় রেখেই আজ আমরা আইএফএ শিল্ড জিতেছি। সুপার কাপ জিততেও মাঠে নামব।'
Mohun Bagan Super Giant News: প্রতিশোধের ডার্বিতে নিভল মশাল, দুরন্ত জয় ছিনিয়ে আনল মোহনবাগান
২৫ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপের মহাযুদ্ধ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫-২৬ মরশুমের সুপার কাপ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করবে। এরমধ্যে ১২ দল নাম লিখিয়েছে আইএসএল থেকে। আর ৪ দল আই-লিগ থেকে। গ্রুপ এ'তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। আগামী ৩১ অক্টোবর ফের ডার্বি ম্য়াচের আয়োজন করা হবে।
শুভাশিস আরও বললেন, 'আজকের ম্য়াচটা আমাদের সুপার কাপের প্রস্তুতি গ্রহণে অনেকটাই সাহায্য করবে। এই ম্য়াচটা যথেষ্টই কঠিন ছিল। একেবারে ফিফটি-ফিফটি ম্য়াচ ছিল। ইস্টবেঙ্গল যথেষ্ট লড়াই করেছে। খুব ভাল ফুটবল খেলেছে। আমরা প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছি। তবে এমন ম্য়াচ পেলে আরও বেশি করে ফিট হতে পারব। আশা করি আগামীদিনে এই ম্য়াচগুলো আমাদের আরও বেশি সাহায্য করবে। মোহনবাগানের হয়ে অবশ্যই সুপার কাপ জিততে চাইব। সুপার কাপ আমি আগেও জিতেছি। তবে সেটা বেঙ্গালুরু এফসি-র হয়ে। মোহনবাগানের হয়ে এখনও পর্যন্ত একবারও এই টুর্নামেন্ট জিততে পারিনি। আমার টার্গেট আপাতত এই টুর্নামেন্ট জয়ই হবে।'