/indian-express-bangla/media/media_files/2025/10/18/east-bengal-banner-2025-10-18-22-42-43.jpg)
মোহনবাগানকে খোঁচা দিতে এসেছিল ইস্টবেঙ্গল
IFA Shield 2025: শেষ হল ১২৫ তম আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল খেলতে নেমেছিল। একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং অন্যদিকে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। শেষ পর্যন্ত প্রতিশোধের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট ৫-৪ (১-১) গোলে জয়লাভ করল। ডুরান্ডে হারের বদলা নিল মেরিনার্সরা।
Mohun Bagan wins IFA Shield: আইএফএ শিল্ড জয় মোহনবাগানের, টাই-ব্রেকারে নায়ক বিশাল কাইথ
তবে এই খেলা চলাকালীন ইস্টবেঙ্গল গ্যালারিতে একটি ব্যানার সকলের নজর কাড়ল। বলা ভাল, লাল-হলুদ সমর্থকেরা এই ব্যানারের মাধ্যমে অ-খেলোয়াড়সুলভ আচরণের পরিচয় দিলেন।
Mohun Bagan Super Giant Goal: দুরন্ত গোল মোহনবাগানের, নায়ক হয়ে উঠলেন আপুইয়া
এই ব্যানারে দুটো লাইন লেখা ছিল। প্রথমে লেখা ছিল, আমরাই ভিনদেশীদের বিরুদ্ধে এই দেশের জবাব! এরপর আঁকা ছিল একটি ক্রস চিহ্ন। দ্বিতীয় লাইনে সামান্য পরিবর্তন করা হয়েছিল। লেখা হয়েছিল, 'আমাদের ভিনদেশীদের বিরুদ্ধে পালানোর স্বভাব!' আর এই লাইনটা শেষ হওয়ার পর একটা রাইট চিহ্ন আঁকা ছিল। ইস্টবেঙ্গল সমর্থকরা বিষয়টাকে যে কোনদিকে ঘোরাতে চেয়েছেন, সেটা আর কারোর মধ্যে বাকি নেই।
দেখে নিন ট্রফি জয়ের সেই ছবি
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরেই মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সমর্থকদের দ্বৈরথে তোলপাড় কলকাতা ময়দান। সম্প্রতি এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার জন্য ইরানে দল পাঠাতে চায়নি বাগান ম্যানেজমেন্ট।
Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে দারুণ 'সুখবর', জানিয়ে দিলেন অধিনায়ক শুভাশিস
ম্যানেজমেন্টের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, ইরানে যদি অস্ট্রেলিয়ার ফুটবলাররা যান, সেক্ষেত্রে তাঁরা সমস্যার মুখে পড়তে পারেন। আর মোহনবাগানের তিন ফরওয়ার্ডই তো অস্ট্রেলিয়ান। দিমিত্রি পেত্রাততোস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। ফলে এই তিনজনকে বাদ দিয়ে তো মোহনবাগানের গিয়ে কোন লাভও হত না।
তো এমন একটি সিদ্ধান্তের কারণে বাগান সমর্থকরা রীতিমতো রেগে ওঠেন। চলতি আইএফএ শিল্ডে মাঠে গুটিকতক সবুজ-মেরুন সমর্থক এলেও, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখান। যাইহোক, আশা করা যেতে পারে যে এই জয় সমর্থকদের মন থেকে যাবতীয় মলিনতা মুছে দেবে। নতুন করে বেপরোয়া খেলার সাহস দেখাবে মোহনবাগান।