/indian-express-bangla/media/media_files/2025/10/17/mohun-bagan-super-giant-18-2025-10-17-21-32-12.jpg)
নতুন ভোরের অপেক্ষায় মোহনবাগান সমর্থকরা
Mohun Bagan Super Giant: রাত পোহালেই কাঠি পড়ে যাবে কলকাতা ডার্বির ঢাকে। ২০২৫ আইএফএ শিল্ডের (IFA Shield 2025) ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। দীপাবলীর প্রাক্কালে কোন শিবিরে আলোর রোশনাই দেখা যাবে, তা ঠিক করে দেবে এই একটা লড়াই। দুই শিবিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু শুক্রবার (১৭ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি সাংবাদিক বৈঠকে এসেছিলেন। আর এই বৈঠকে তিনি যা বললেন, তা বাগান সমর্থকদের কাছে কার্যত হাতে চাঁদ পাওয়ারই সামিল!
এদিনের বৈঠকে শুভাশিস বললেন, 'আমি সমর্থকদের একটাই কথা বলতে চাই। এতদিন ধরে আমরা যে সাফল্য পেয়েছি, সেটা শুধুমাত্র ফুটবলারদের পক্ষে জেতা সম্ভব ছিল না। মোহনবাগান সমর্থকরা আমাদের পাশে ছিল, আছে এবং আমি মনে করি চিরকাল থাকবে। সাপোর্টাররা শুধুমাত্র তো আর সাপোর্টার নন, তাঁরা এক একজন মোহনবাগানের যোদ্ধা। এই সমর্থকরাই আমাদের প্রত্যেকটা ম্য়াচ জিততে সাহায্য করেছে। সমর্থকরা না থাকলে কখনই আমরা ট্রফি জিততে পারতাম না।'
কী নিয়ে এই ঝামেলা?
বিগত কয়েকদিন ধরেই মোহনবাগান ম্য়ানেজমেন্ট বনাম সমর্থকদের দ্বৈরথে তোলপাড় কলকাতা ময়দান। সম্প্রতি এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্ট খেলার জন্য ইরানে দল পাঠাতে চায়নি বাগান ম্য়ানেজমেন্ট। যুক্তি ছিল, ইরানে নাকি অস্ট্রেলিয়ান ফুটবলাররা গেলে সমস্যা হতে পারে। এমন একটি সিদ্ধান্তের কারণে বাগান সমর্থকরা রীতিমতো রেগে ওঠেন। এরপর চলতি আইএফএ শিল্ডে মাঠে গুটিকতক সবুজ-মেরুন সমর্থক এলেও, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। আর গত ম্য়াচে ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে জয়লাভের পর তো যাবতীয় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। পুলিশের হাতে মার খেয়ে বাড়ি ফিরতে হয়েছে বাগান সমর্থকদের। এরপর শোনা যাচ্ছিল যে শনিবাসরীয় ডার্বি ম্য়াচে মেরিনার্সরা মাঠে এলেও ম্য়াচ চলাকালীন বিক্ষোভ প্রদর্শন করবেন।
Mohun Bagan Goal: আগুন গোল মোহনবাগানের, মাঠে নামতেই জাত চেনালেন দিমি গড
তবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক সমর্থকদের কাছে অনুরোধ করলেন, 'আগামীকালের ম্য়াচে আপনারা মাঠে আসুন। আমাদের সাপোর্ট করুন। আবার একসঙ্গে একটা ট্রফি জিতে নতুন মরশুমের সূচনা করি। আর সবথেকে বড় কথা মোহনবাগান ক্লাবের নাম আমরা সবাই মিলে আরও উজ্জ্বল করি।'
Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে বড় খবর, অভিনব প্রতিবাদে ঘুম উড়ল ম্যানেজমেন্টের
শেষকালে তিনি যোগ করলেন, 'আগামীকাল আমরা ফাইনাল খেলতে নামছি। চলতি মরশুমে এটাই আমাদের কাছে প্রথম ফাইনাল। অন্তিম লড়াইয়ের জন্য দলের প্রত্যেক ফুটবলারই যথেষ্ট ফোকাসড রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা আপাতত ভাবছি না। বরং, আমরা নিজেরা কীভাবে আরও উন্নতি করতে পারি, সেদিকেই মনোনিবেশ করছি। কালকের ম্য়াচেও যাতে ভাল পারফরম্য়ান্স করতে পারি, সেই চেষ্টাই করব।'