Mohun Bagan Super Giant News Update: দুর্বল ইউনাইটের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, আদৌ মন কাড়ল মোহনবাগানের খেলা?

Mohun Bagan vs United SC: ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেইসঙ্গে ২০২৫ আইএফএ শিল্ডের ফাইনালে উঠে গেল বাগান ব্রিগেড।

Mohun Bagan vs United SC: ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেইসঙ্গে ২০২৫ আইএফএ শিল্ডের ফাইনালে উঠে গেল বাগান ব্রিগেড।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan

কষ্টার্জিত জয়লাভ মোহনবাগান সুপার জায়ান্টের

Mohun Bagan Super Giant: মাঠে নেমে ইউনাইটেড এফসি কলকাতার বিরুদ্ধে বহু কষ্টে জয় এলেও, পরিসংখ্যানের বিচারে যেন ম্য়াচের ফলটা আগেভাগেই ঠিক ছিল! মোহনবাগানের বিরুদ্ধে 'দুর্বল' ইউনাইটেডও যে এভাবে বেগ দেবে, সেটা কার্যত কেউ কল্পনাই করতে পারেননি। মেরিনার্সরা শেষপর্যন্ত এই ম্য়াচে ২-০ গোলে জয়লাভ করলেও, বাগানের খেলা কি আদৌ সমর্থকদের মন কাড়তে পারল? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

Mohun Bagan Goal: আগুন গোল মোহনবাগানের, ব্রাজিলিয়ান সাম্বায় তোলপাড় সবুজ-মেরুন ব্রিগেড

গোল করলেন রবিনহো-কামিন্স

এই ম্য়াচে মোহনবাগানের হয়ে একটি করে গোল করেছেন দিমি পেত্রাতোস এবং জেসন কামিন্স। এই ম্য়াচে দিমি পেত্রাতোসকে অধিনায়ক হিসেবে মাঠে নামানো হলেও, তিনি যথেষ্ট অপ্রতিভ হয়ে থাকলেন। সবথেকে বড় কথা, এমন একটি সহজ ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টের মতো একটা দল, এতগুলো সুযোগ যে মিস করবে সেটা কার্যত মেরিনার্সদের দুঃস্বপ্নেও আসবে না।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে বড় খবর, অভিনব প্রতিবাদে ঘুম উড়ল ম্যানেজমেন্টের

দেখা গেল না আক্রমণের ঝাঁঝ

গত ম্য়াচে গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট ৫-১ গোলে জয়লাভ করেছিল। আশা করা হয়েছিল, ইউনাইটেড এসসি-র বিরুদ্ধেও হয়ত তেমনই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে। কিন্তু, সে গুড়ে আপাতত বালি! হতে পারে, বুধবার (১৫ অক্টোবর) কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান জয়লাভ করেছে। হতে পারে, শিল্ড ফাইনালে মেরিনার্সরা নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। কিন্তু, এমন হতশ্রী পারফরম্য়ান্স যে আগামী ১৮ তারিখের ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেগ দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Mohun Bagan Super Giant: চরম দুঃসংবাদ মোহনবাগান শিবিরে, হা-হুতাশ করছেন সমর্থকরা

গোলের মুখ খুললেন পেত্রাতোস

এই ম্যাচে মোহনবাগান একাধিক গোল করার সুযোগ পেলেও, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। ৪৫ মিনিটে অবশেষে গোলের দরজা খুলে দিলেন দিমি পেত্রাতোস। পেত্রাতোসের একটি ফ্রি-কিক ঘুঁসি মেরে সরিয়ে দিতে চেয়েছিলেন ইউনাইটেড গোলকিপার সুব্রত। কিন্তু, রবসন বলটাকে তাঁর বাঁ-দিকে পেয়ে যান। এরপর তিনি কামিন্সকে একটি ছোট্ট পাস বাড়ান। কামিন্স বলটা নিয়ে আবারও সেন্টারে পেত্রাতোসের দিকে ঠেলে দেন। ইউনাইটেড ডিফেন্স পেত্রাতোসকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু, সেই বাধা অতিক্রম করেন এই অজি ফরোয়ার্ড। অবশেষে সুব্রতকে পরাস্ত করে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন।

Mohun Bagan-Tollywood: মোহনবাগানের প্রতি অভিনেতাদের উন্মাদনা! উত্তম কুমার থেকে জয় সরকার- কে কে এই দলের অন্ধভক্ত জানেন?

ব্যবধান বাড়ালেন কামিন্স

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) একটি ফ্রি-কিক পেয়ে যায় মোহনবাগান। শট নিতে আসেন রবসন রবিনহো। জেসন কামিন্সকে লক্ষ্য করে একটা ভাসানো বল বাড়িয়েছিলেন তিনি। জেসনের শট প্রাথমিকভাবে আটকে দেন সুব্রত। কিন্তু, বলটাকে তিনি তালুবন্দী করতে পারেননি। অবশেষে বলটা গড়াতে গড়াতে তেকাঠির মধ্যে ঢুকে যায়। আর সেইসঙ্গে ব্যবধান বেড়ে যায় মোহনবাগানের। 

Mohun Bagan Super Giant