Mohun Bagan Super Giant: সুপার কাপে কেমন দল হবে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপের জন্য ইতিমধ্য়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্সরা। আসন্ন সুপার কাপে কেমন হতে পারে মোহনবাগানের দল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপের জন্য ইতিমধ্য়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্সরা। আসন্ন সুপার কাপে কেমন হতে পারে মোহনবাগানের দল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant (12)

সুপার কাপে ত্রিমুকুট আনতে পারবে মোহনবাগান?

Mohun Bagan Super Giants in 2025 Super Cup: বৈশাখের দাবদাহেও বাগানে আপাতত বইছে বসন্তের হাওয়া। সম্প্রতি ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে চূড়ান্ত সাফল্য অর্জন করেছে তারা। লিগ শিল্ড জয়ের পাশাপাশি পকেটে পুরে নিয়েছে আইএসএল ট্রফিও। তবে সামনে আরও বড় টার্গেট অপেক্ষা করছে। ২০২৫ সুপার কাপের জন্য ইতিমধ্য়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্সরা। আসন্ন সুপার কাপে (Super Cup) কেমন হতে পারে মোহনবাগানের দল? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

Advertisment

দুয়ারে কড়া নাড়ছে সুপার কাপ। আগামী ২০ এপ্রিল থেকে ভুবনেশ্বরে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সুপার কাপে কেমন হতে চলেছে মোহনবাগানের স্কোয়াড? সূত্রের খবর, এই টুর্নামেন্টে জুনিয়র দল নিয়েই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে মেরিনার্সরা।

Mohun Bagan Practice
হোসে মলিনার কোচিংয়ে অনুশীলন করছে মোহনবাগান

Mohun Bagan Super Giant: শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল, হাসির খোরাক মোহনবাগান সুপার জায়ান্ট

Advertisment

 অর্থাৎ মোহনবাগানের যে দলটা সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে জোড়া মুকুট জয় করল, সেই দলের অনেককেই সুপার কাপের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সকে হয়ত এই টুর্নামেন্টে দেখতে পাওয়া যাবে না। তবে নুনো রেইসকে রেখেই হয়ত দলগঠন করা হতে পারে। এই টুর্নামেন্টে RFDL-এর বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দেখা যেতে পারে। সুযোগ দেওয়ার হতে পারে দোর্জি পাসাং, টাইসন সিং, প্রিয়াংশ দুবের মতো ফুটবলারদের।

Mohun Bagan Fans 456
সুপার কাপ জয়ের আশায় মোহনবাগান সমর্থকরা

 Mehtab Hossain on Mohun Bagan Win: শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব

তবে এক্ষেত্রে আরও একটি সমীকরণের কথা শুনতে পাওয়া যাচ্ছে। যেহেতু সুপার কাপের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে কলকাতা ডার্বি আয়োজন করা হতে পারে, সেক্ষেত্রে বাগান শিবিরেও দল-বদলের একটা সম্ভাবনা রয়েছে। যদি কোয়ার্টার ফাইনাল পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান, তাহলে হয়ত মেরিনার্স ব্রিগেডে সিনিয়র ফুটবলারদের আগমন দেখতে পাওয়া যেতে পারে।

Mohun Bagan ISL Win: 'কী অসাধারণ একটা রাত...', মেরিনার্সদের শুভেচ্ছা জানিয়ে কী বললেন মনোজ?

কারণ, কলকাতা ডার্বি হল বাঙালি ফুটবল সমর্থকদের কাছে আবেগের অন্য নাম। ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান, কোনও দলই অন্তত এই ম্য়াচটা হারতে চাইবে না। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেড পূর্ণশক্তি নিয়েই এই ম্য়াচটা খেলতে পারে।

Mohun Bagan Captain
মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু

 Mohun Bagan wins ISL: ইতিহাস গড়ল মোহনবাগান, কী বললেন 'ক্যাপ্টেন' শুভাশিস?

পাশাপাশি শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে মোহনবাগানকে কোচিং করাবেন না হোসে মলিনা। বদলে এই দায়িত্ব বাস্তব রায়ের হাতে তুলে দেওয়া হবে। তবে মলিনা থাকবেন স্কাউটিংয়ের দায়িত্বে। অর্থাৎ, পরের মরশুমের জন্য এখন থেকেই দল গুছিয়ে নিতে চান তিনি। আর সেকারণে প্রতিটা ম্য়াচেই তাঁকে মাঠে দেখতে পাওয়া যেতে পারে। মোহনবাগান সুপার জায়ান্টের সামনে আপাতত রয়েছে একাধিক চ্যালেঞ্জ। আর তাই সুপার কাপ থেকেই আগামী মরশুমের জন্য ফুটবলার তুলতে চান মলিনা।

Super Cup Mohun Bagan Super Giants