Mohun Bagan Super Giants won RFDL: ছোটদের ফুটবল লিগেও ভারতসেরা সবুজ-মেরুন। মোহনবাগান সুপার জায়ান্টস সোমবার মুম্বাইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত ফাইনালে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (RFDL) ২০২৪-২৫-এর শিরোপা জিতেছে। পাশাং দর্জি তামাং দুর্দান্ত হ্যাট্রিক করে মেরিনার্সকে এই ফাইনাল ম্যাচে জয় এনে দিয়েছেন।
মেরিনার্স শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল এবং খেলার শুরু থেকেই ক্লাসিক এফএ-কে পিছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নেয়। ৮ মিনিটে, তামাং প্রথম গোল করেন। এই গোল মোহনবাগানকে আত্মবিশ্বাস জুগিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই, ক্লাসিক এফএ ডিফেন্সের একটি ভুলের সুযোগ নিয়ে তামাং দ্বিতীয় গোল করে স্কোর ২-০ করেন। ক্লাসিক এফএর গোল করার সুযোগ ছিল, তবে শেষ পর্যায়ে ফিনিশিং টাচের অভাবে তারা হেরে যায়।
আরও পড়ুন চ্যাম্পিয়ন মোহনবাগান, ম্যাকলারেনের গোলে ইতিহাস মেরিনার্সদের
দ্বিতীয়ার্ধেও একইভাবে মোহনবাগান সুপার জায়ান্টসের আধিপত্য দেখা যায়, যেখানে পাশাং দর্জি তামাং আরেকটি গোল করে দুর্দান্ত হ্যাটট্রিক করেন। মেরিনার্সের মিডফিল্ডার একটি ফাঁকা বল ধরে গোল করে স্কোর ৩-০ করেন এবং দলকে দুর্দান্ত জয় এনে দেন।
আরও পড়ুন বাগানের জয়ে বাঁধভাঙা উচ্ছাস, অভিনব কায়দায় সেলিব্রেশন সবুজ-মেরুন ভক্ত জয় সরকারের
RFDL ২০২৪-২৫ সিজনের চারটি সেমিফাইনালিস্ট চারটি ভিন্ন রাজ্য থেকে এসেছিল—পশ্চিমবঙ্গ, মণিপুর, গোয়া এবং ঝাড়খণ্ড। সেমিফাইনালিস্টদের মধ্যে তিনটি দল ছিল ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরশুমের সেমিফাইনালিস্ট: মোহনবাগান সুপার জায়ান্টস, এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। চতুর্থ সেমিফাইনালিস্ট ছিল ক্লাসিক এফএ, যা জাতীয় চ্যাম্পিয়নশিপে উঠে আসা একমাত্র অ্যাকাডেমি দল, যারা প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন শুধু জেতাই নয়, ইতিহাস গড়ল মোহনবাগান! কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?
২০২৪-২৫ সালের ভারতীয় ফুটবল মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসের বিভিন্ন স্তরে সাফল্যের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মেরিনার্সের RFDL জয় তাদের সিনিয়র দলের ইন্ডিয়ান সুপার লিগ ডাবল—লিগ শিল্ড এবং কাপ জয়ের পর তৃতীয় সাফল্য। এছাড়া, তাদের অনূর্ধ্ব-১৫ দলও রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টস (RFYS) কলকাতা অঞ্চলের ট্রফি জিতেছে।