Mohun Bagan Super Giants in Kalinga Super Cup 2025: ২০২৫ কলিঙ্গ সুপার কাপ থেকে ইতিমধ্য়ে নাম প্রত্যাহার করে নিয়েছে চার্চিল ব্রাদার্স। আর সেকারণে এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের সরাসরি যোগ্যতা অর্জন করল সবুজ-মেরুন ব্রিগেড।
শুক্রবার (১৮ এপ্রিল) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, '২০২৫ কলিঙ্গ সুপার কাপ থেকে চার্চিল ব্রাদার্স ইতিমধ্যে নিজেদের নাম প্রত্যাহার করেছে। আগামী ২০ এপ্রিল রাত আটটা থেকে এই ম্য়াচটি শুরু হওয়ার কথা ছিল। আর সেকারণে মোহনবাগান এই টুর্নামেন্টে বাই পেয়েছে। অর্থাৎ, এবার তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল ম্য়াচে খেলতে নামবে।'
Mehtab Hossain on Mohun Bagan Win: শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব
সম্প্রতি মেরিনার্সরা ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। হোসে মলিনার কোচিংয়ে তারা লিগ শিল্ড জয় করার পর আইএসএল খেতাবও নিজেদের পকেটে পুরে নিয়েছে। মোহনবাগান এই নিয়ে দ্বিতীয়বার আইএসএল খেতাব জয় করল। আসন্ন সুপার কাপের প্রথম ম্য়াচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে তাদের খেলতে নামার কথা ছিল। কিন্তু, সেই ম্য়াচ ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে।
Mohun Bagan Super Giants: নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে বানান ভুল, হাসির খোরাক মোহনবাগান সুপার জায়ান্ট
এবারের আই-লিগ ট্রফি জয় নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছিল। চার্চিল এবং ইন্টার কাশীর মধ্যে কোন দলকে জয়ী ঘোষণা করা হবে, সেই সিদ্ধান্ত তুলে দেওয়া হয়েছিল AIFF আপিল কমিটির হাতে। শেষপর্যন্ত গোয়ার এই ফুটবল দল টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
Mohun Bagan Super Giant: সুপার কাপে কেমন দল হবে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত
প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে?
AIFF-এর ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, '২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের লিগ শিল্ড এবং ট্রফি জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট এবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলতে নামবে। আগামী ২৬ এপ্রিল আয়োজন করা হবে এই ম্য়াচটি। শেষ ১৬ পর্বে কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্য়াচে যে দল জয়লাভ করবে, তাদের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। এই পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্য়াচটি আগামী ২০ এপ্রিল রাত আটটা থেকে আয়োজন করা হবে।'
Mohun Bagan vs East Bengal: কেন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন শ্যাম থাপা? জেনে নিন আসল সত্যিটা
ইতিপূর্বে সুপার কাপে যখন শেষবার মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে জয়লাভ করে। যদিও পরের চারটে ম্য়াচে মেরিনার্সরা বাজিমাত করেছে। তিনটে ম্য়াচ জিতেছে। একটা ড্র হয়েছে।