Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে

Mohun Bagan Super Giant: মোহনবাগান অবশ্য ইতিমধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলতি ডুরান্ড কাপের ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজয়ের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে মেরিনার্স ব্রিগেড।

Mohun Bagan Super Giant: মোহনবাগান অবশ্য ইতিমধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলতি ডুরান্ড কাপের ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজয়ের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে মেরিনার্স ব্রিগেড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant (7)

মেহতাবের আগমনে উচ্ছ্বসিত বাগান সমর্থকরা

Mohun Bagan Super Giant: মুম্বই সিটি এফসি-র তারকা ফুটবলার মেহতাব সিংকে (Mehtab Singh) সই করিয়ে ফেলল ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Advertisment

বিগত কয়েকমাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মেহতাবের সঙ্গে নাকি মোহনবাগান সুপার জায়ান্ট কথাবার্তা চালাচ্ছে। অবশেষে ২৭ বছর বয়সি এই ফুটবলার সবুজমেরুন ব্রিগেডে সই করে ফেললেন।

Mohun Bagan vs East Bengal Controversy: ব্যাপক ঝামেলা পেত্রাতোস-চুনুঙ্গার, ধুলোয় মিশল ডার্বির কৌলিন্য

Advertisment

আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ আদৌ আয়োজন করা হবে কি না, সেই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেকারণে কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে মুম্বই সিটি। অন্যদিকে, মোহনবাগান অবশ্য ইতিমধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলতি ডুরান্ড কাপের ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজয়ের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে মেরিনার্স ব্রিগেড। 

East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

আশা করা হচ্ছে, চলতি সপ্তাহান্তেই মেহতাবের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা হয়ে যাবে। এরপর আনুষ্ঠানিকভাবে তিনি চুক্তিতে সই করবেন।

ভারতীয় রাইট সেন্টার ব্যাক মেহতাব সিং গত মরশুমে মুম্বই সিটি-র হয়ে ২৬ ম্য়াচ খেলেছিলেন। এমনকী, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে একটি গোলও করেছিলেন তিনি।

Mohun Bagan vs East Bengal 5 Memorable Matches: কলকাতা ডার্বির ইতিহাসে সেরা ৫ মহাযুদ্ধ, দেখে নিন ছবিতে

প্রসঙ্গত, ২০২০ সালে ইস্টবেঙ্গল ক্লাব থেকে মুম্বই সিটিতে যোগ দেন মেহতাব সিং। এরপর থেকে তিনি এই ক্লাবের হয়ে ১১৮ ম্য়াচ খেলেছেন। দু'বার ধরে আইএসএল শিল্ড এবং আইএসএল ট্রফি জেতাতে সাহায্য করেছেন। 

প্রাক্তন হেড কোচ ইগর স্টিম্য়াচের অধীনে মেহতাব সিং টিম ইন্ডিয়ার জার্সিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপ, ট্রাই-নেশনস সিরিজ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেন। এবার মোহনবাগান সুপার জায়ান্টে তিনি যে নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক হিসেবে দায়িত্ব সামলাতে পারবেন, তা আশা করাই যায়।

Mohun Bagan Super Giant: 'আমরাও তো মানুষ...', ডার্বির আগে হঠাৎ কেন উল্টো সুর মলিনার গলায়?

মোহনবাগান সুপার জায়ান্টে মেহতাব সিং যোগ দেওয়ার অর্থ হল একজন ভারতীয় সেন্টার-ব্যাকের বিকল্প মেরিনার্সদের কাছে বেড়ে গেল। সেক্ষেত্রে দলের প্রথম একাদশে টম অলড্রেড কিংবা অ্যালবার্তো রডরিগসের মধ্য়ে কোনও একজনকে দেখা যেতে পারে। এছাড়া পরিবর্ত রাইট-ব্যাক হিসেবে মাঠে নামতে পারেন আশিস রাইও। চলতি ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আশিসের পারফরম্য়ান্স যথেষ্ট সমালোচিত হয়েছিল।

যদি মেহতাব কোনও বিদেশি সেন্টার-ব্যাকের পরিবর্তে মাঠে নামেন, সেক্ষেত্রে আক্রমণভাগে মলিনা আরও একজন বিদেশিকে খেলানোর সুযোগ পাবেন। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহোর সঙ্গে কথাবার্তা নাকি কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে আহাল আনিউ (তুর্কমেনিস্তান), ফুলাদ মোবারেখ সেপান (ইরান) এবং আল-হুসেন (জর্ডন)। আগামী ১৬ সেপ্টেম্বর আহাল আনিউয়ের বিরুদ্ধে মেরিনার্সরা প্রথম ম্য়াচ খেলতে নামবে।

Mohun Bagan Super Giant Mehtab Singh