Robson Robinho in Mohun Bagan: 'অপেক্ষা করুন, দেখতে থাকুন...', মোহনবাগানে যোগ দিয়েই 'হুঙ্কার' রবসন রবিনহোর

Robson Robinho Mohun Bagan: শনিবার (৩০ অগাস্ট) মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবে সই করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবসন রবিনহো। সবুজ-মেরুন সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যাচ্ছেন।

Robson Robinho Mohun Bagan: শনিবার (৩০ অগাস্ট) মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবে সই করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রবসন রবিনহো। সবুজ-মেরুন সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যাচ্ছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Robson Robinho

মোহনবাগানে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো

Robson Robinho: মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) দলে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। শনিবার (৩০ অগাস্ট) সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে।

Advertisment

Mohun Bagan Super Giant: বেহালায় বাজল বিষাদের সুর, পাঁচ গোলের মালা পরিয়ে জয় মোহনবাগানের

ইতিপূর্বে, ব্রাজিলিয়ান সিরি এ ক্লাবের হয়ে খেলেছেন রবসন রবিনহো। তবে সম্প্রতি তিনি ইসি আগুয়া স্যান্টা (এসপি) ক্লাবের হয়ে খেলছিলেন। সাও পাওলোর এই ক্লাবটি তৃতীয় ডিভিশনে ফুটবল খেলে। সেখান থেকেই এবার মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিলেন তিনি। 

Advertisment

Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে

প্রসঙ্গত, ৩০ বছর বয়সি এই ফুটবলার পেশাদার কেরিয়ারের অধিকাংশ সময়ই ব্রাজিলের হয়ে খেলেছেন। তবে বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় দক্ষিণ এশিয়া ফুটবলে তিনি যথেষ্ট গভীর প্রভাব বিস্তার করেছেন। 

Mohun Bagan vs East Bengal Controversy: ব্যাপক ঝামেলা পেত্রাতোস-চুনুঙ্গার, ধুলোয় মিশল ডার্বির কৌলিন্য

বসুন্ধরা কিংসের হয়ে রবসনের পারফরম্য়ান্স

বাংলাদেশের এই ফুটবল দলের হয়ে রবসন রবিনহো মোট সাতটি ট্রফি জয় করেছেন। ৯৭ ম্য়াচে তিনি মোট ৬৪ গোল করেছেন। এর পাশাপাশি ৪৯ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন তিনি।

East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

রবসন বললেন, 'ইতিপূর্বে আমি মোহনবাগানের বিরুদ্ধে খেলেছি। সেইসময় আমি বসুন্ধরা কিংসের হয়ে খেলতাম। আমি তখনই জানতাম যে ভারতের সফলতম ক্লাব হল এই মোহনবাগান। ওই ম্য়াচে আমি কেমন খেলেছিলাম, আশা করি, সকলেই সেটা মনে রেখেছেন। আশা করছি, এবারও তেমনই সাফল্য অর্জন করতে পারব। আপাতত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবসন যখন বসুন্ধরা কিংসের হয়ে খেলতেন, সেইসময় বাংলাদেশের এই ফুটবল ক্লাবটির কোচ ছিলেন অস্কার ব্রুজোঁ। অস্কার এখন ইস্টবেঙ্গলের হেড স্যার। সেকারণে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, ব্রাজিলের এই ফুটবল তারকা যেন লাল-হলুদ ব্রিগেডেই যোগ দেন। কিন্তু, শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কাকে দুরে সরিয়ে রেখে মোহনবাগানেই যোগ দিলেন নেইমারের সঙ্গে খেলা এই ফুটবলার। আসন্ন সুপার কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সেই ম্যাচে রবসন কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।

Robson Robinho Mohun Bagan Super Giant