/indian-express-bangla/media/media_files/2025/06/09/W9OzG2BFXYfp1nifzK4G.jpg)
আইএসএল ট্রফি জয়ের পর মোহনবাগান সুপার জায়ান্টের উচ্ছ্বাস
Mohun Bagan Super Giant: মোহনবাগান সুপার জায়ান্ট দলের সেন্টার-ব্যাক টম অলড্রেডের (Tom Aldred) সঙ্গে মেরিনার্স ব্রিগেড আরও এক বছরের চুক্তি বাড়িয়েছে। গত মাসেই বাগান ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। অর্থাৎ এই নতুন চুক্তি অনুসারে মোহনবাগানের এই তারকা ডিফেন্ডার আগামী ২০২৫-২৬ মরশুম (ISL 2025-26) পর্যন্ত সবুজ-মেরুন জার্সিতে খেলবেন। এই সিদ্ধান্তে দলের সমর্থকরাও যারপরনাই উচ্ছ্বসিত।
সবুজ-মেরুন ব্রিগেডের প্রশংসা টম অলড্রেডের গলায়
এবার সবুজ-মেরুন ব্রিগেডের জন্য ভূয়শী প্রশংসা করলেন টম অলড্রেড। তিনি বললেন, 'গত মরশুমটা আমার বেশ ভালই কেটেছে। আমার ফুটবল কেরিয়ারের অন্যতম সেরা মরশুম। আশা করছি, আগামী মরশুমেও এই সাফল্যটা ধরে রাখতে পারব। এটাই আপাতত আমার লক্ষ্য। যেখানে শেষ করেছিলাম, ঠিক সেখান থেকেই আবার শুরু করতে চাই।'
Mohun Bagan Super Giant: মোহনবাগানে ফিরতে চাইছেন এই তারকা ফুটবলার? অপেক্ষা শুরু সবুজ-মেরুন সমর্থকদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিয়েছিলেন টম অলড্রেড। এর আগে তিনি ব্রিসবেন রোর দলের হয়ে এ-লিগ টুর্নামেন্ট খেলতেন। কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবের জার্সিতে অলড্রেড গোটা মরশুমেই যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছিলেন। সবথেকে বড় কথা, বাগান ডিফেন্সের প্রাণভ্রমরা হয়ে উঠতে পেরেছিলেন তিনি।
অলড্রেড আরও যোগ করেছেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলা নিয়ে আমার মনে কোনও দ্বিমত ছিল না। আমি এই ক্লাবের হয়ে খেলতেই চেয়েছিলাম।' সুতরাং, এই স্কটিশ ফুটবলারের স্বপ্নই যে আপাতত পূরণ হতে চলেছে, তা বলা যেতেই পারে।
Tom Aldred : "I think there was no doubt in my mind. I wanted to continue with the club" pic.twitter.com/pfvxXXvDNY
— Mohun Bagan Hub (@MohunBaganHub) June 8, 2025
হেড কোচ হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্ট গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। আইএসএল শিল্ড জয়ের পাশাপাশি তারা ট্রফিও জয় করেছে। ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে মোহনবাগান একই মরশুমে শিল্ড জয়ের পাশাপাশি ট্রফির দ্বি-মুকুট মাথায় তুলতে পেরেছে। এর পাশাপাশি ডুরান্ড কাপেও রানার্স আপ হয়েছিল মোহনবাগান।
Mohun Bagan Super Giant News: মাথায় হাত মেরিনার্সদের, মোহনবাগানে খেলতে অনীহা তারকা ফুটবলারের
এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে অলড্রেড মোট ৩২ ম্য়াচ খেলেছেন। দূর্ভেদ্য রক্ষণের পাশাপাশি আক্রমণভাগেও তাঁর অবদান অনস্বীকার্য। সেট-পিস সিচ্যুয়েশন থেকে তিনি ইতিমধ্যে তিনটে গোল করেছিলেন। এছাড়া একটি অ্যাসিস্টও রয়েছে।
আপাতত মোহনবাগানে অলড্রেডের ভবিষ্যৎ সুনিশ্চিত। আশা করা যায়, ২০২৫-২৬ মরশুমেও মেরিনার্সদের এই অভিজ্ঞ ডিফেন্ডার পিছন থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন। আগামী মরশুম কেমন কাটে, সেটাই আপাতত দেখার।