/indian-express-bangla/media/media_files/2025/06/09/ijBHFlZ3WJHPHHV9hnlK.jpg)
অবশেষে সমঝোতার পথেই এগোল মোহনবাগান নির্বাচন
Mohun Bagan Election News: টানাপোড়েন চলছিল দীর্ঘ ৬ মাস ধরে। আর গত একমাস ধরে বাদ-বিবাদ, অশান্তি চরমে পৌঁছায়। তা-ও শেষপর্যন্ত 'মাতৃসম' ক্লাব মোহনবাগানের (Mohun Bagan) জন্য রাগ-অভিমান মিটিয়ে হাত মিলিয়েছেন দেবাশিস দত্ত (Debasish Dutta) এবং সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। মোহনবাগান নির্বাচন নিয়ে যাঁরা ওয়াকিবহাল তাঁদের জন্য আলাদা করে বলে দিতে হবে না, দুজনের মধ্যে রেষারেষি-অশান্তি কোন পর্যায়ে পৌঁছেছিল।
তবে সব ভাল যার শেষ ভাল! দুজনে জেদ ত্যাগ করে এক টেবিলে বসেছেন। এবার ক্লাবের স্বার্থে টিম মোহনবাগানের (Mohun Bagan Super Giants) হয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন দুজনে। কিন্তু কীভাবে এটা সম্ভব হল, কোন জাদুবলে দুজনে ফের হাত মেলালেন? এই রহস্যের যবনিকা পতন করেছেন বর্তমান সচিব দেবাশিস দত্ত নিজেই।
আরও পড়ুন ইস্টবেঙ্গলকে টেক্কা দিতে 'মাস্টারপ্ল্যান' মোহনবাগানের! নতুন দায়িত্ব পেয়েই ফাঁস করলেন শিলটন
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কীভাবে সমঝোতা সম্ভব হল দুজনের। এই ঝগড়াতে নিজেরও যে দোষ ছিল তা স্বীকার করেছেন দেবাশিস। একটি দৈনিক সংবাদপত্রকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমারও দোষ ছিল। আমি ও সৃঞ্জয় গত ৬ মাস তিন বার আলোচনায় বসেছি। কিন্তু দুজনেই নিজেদের জেদ ধরে রেখেছি। তার জন্য রফাসূত্র বেরোয়নি।'
তিনি আরও বলেছেন, 'গত ১০ দিনে আমি এবং সৃঞ্জয় অন্তত বহুবার ফোনাফুনি করি। তার পরে চার বার দুজনে একদমই ওয়ান টু ওয়ান আলোচনায় বসে ঠিক করি, ক্লাবের উন্নয়নের স্বার্থে সমঝোতা দরকার। সেই অনুযায়ী, আমাদের উই আর ওয়ান-এর ২২ জনের প্যানেল তৈরি হয়েছে।'
আরও পড়ুন বাগানে কে কোন পদে জমা দিলেন মনোনয়ন, দেখুন সম্পূর্ণ তালিকা
এখন ময়দানে একটা বিষয় ঘুরছে যে, নবান্নের নির্দেশেই মোহনবাগান ক্লাব নির্বাচন শেষপর্যন্ত হচ্ছে না। এবং যুযুধান দুই গোষ্ঠী দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোসরা সমঝোতা করতে বাধ্য হয়েছেন। সূত্রের খবর, ক্লাবের বর্তমান সহ-সভাপতি কুণাল ঘোষ নবান্নের নির্দেশে মধ্যস্থতা করেই দুজনের মধ্যে সমঝোতা করিয়েছেন। তাহলে কি দেবাশিস-সৃঞ্জয় সরকারের নির্দেশেই নিজেদের ঝামেলা মিটিয়েছেন?
এ প্রসঙ্গে দেবাশিসের সাফ কথা, 'আমরা দুজনে মুখোমুখি বসে সমস্যার সমাধান করেছি। এখানে পরিষ্কার করে দিতে চাই, প্যানেল তৈরিতে তৃতীয় কারও কোনও ভূমিকা নেই।'
আরও পড়ুন ঝগড়া-অশান্তি সব শেষ, মোহনবাগানের স্বার্থে অবশেষে হাত মেলালেন দেবাশিস-সৃঞ্জয়