/indian-express-bangla/media/media_files/2025/06/10/55MeKRVMrh0u6FhaT4nT.jpg)
মোহনবাগান ক্লাবের যুব ফুটবল সচিব হতে চলেছেন শিলটন পাল
Mohun Bagan Election: বাগানে এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। গত একমাস ধরে কলকাতা ময়দানে কান পাতলে একটাই কথা শোনা যাচ্ছিল। মোহনবাগানের নির্বাচন। দেবাশিস দত্ত (Debasish Dutta) এবং সৃঞ্জয় বসুর (Srinjoy Bose) যুযুধান শিবির একে-অপরকে তীব্র সমালোচনায় রক্তাক্ত করেছে। কিন্তু, সোমবার (৯ জুন) বিকেলবেলা একটি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, যাবতীয় বিভেদ চুলোয় যাক। এখন থেকে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন।
বাগানে নয়া দায়িত্ব পেতে পারেন শিলটন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবারই ছিল মোহনবাগান ক্লাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ। এই ক্লাবে যুব ফুটবল সচিব পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাগানের 'বাজপাখি' শিলটন পাল (Shilton Paul)। আর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বললেন, 'মোহনবাগানের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়েছি। মোহনবাগানের ভাল ভবিষ্যতের জন্য় যেটা করা দরকার, সেটাই আমরা করছি। দেবাশিস'দা নিজেও জানিয়েছেন যে এতটা বেস্ট টিম তৈরি করতে চাইছেন। আপাতত সেটাই তৈরি করা হচ্ছে।'
কয়েকদিন আগে শিলটন মন্তব্য করেছিলেন যে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত থাকাকালীন, প্রাক্তন ফুটবলারদের খুব একটা বেশি ক্লাবে ডাকাডাকি করা হত না। এই মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট জলঘোলা হয়েছিল। এবার কী তাহলে পুরনো ছবিটা বদলাবে? জবাবে শিলটন বললেন, 'আমরা দুই শিবিরই আপাতত এক হয়ে কাজ করছি। মোহনবাগানের হয়ে কাজ করছি। ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আশা করছি যে সেগুলোর উপর কাজ করা হবে। আমি মনে করি, মোহনবাগান ক্লাবের বিভিন্ন প্রাক্তন ফুটবলার এবার ক্লাবে আসবেন। ক্লাব যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সেই ব্যাপারটাই আমরা সবসময় মাথায় রাখব।'
তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিলটন জানালেন, এই বছর মোহনবাগানের মহিলা ফুটবল দল গঠন করা হবে। প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ইতিমধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। কন্যাশ্রী কাপের পাশাপাশি তারা ভারতীয় মহিলা লিগ জয় করেছে। অথচ মোহনবাগানে এখনও পর্যন্ত কোনও মহিলা ফুটবল দলই নেই।
Mohun Bagan Election: ঝগড়া-অশান্তি সব শেষ, মোহনবাগানের স্বার্থে অবশেষে হাত মেলালেন দেবাশিস-সৃঞ্জয়
এই প্রসঙ্গে শিলটন বললেন, 'আমি যতদুর জানি, এই বছরই হয়ত মহিলা ফুটবল দল গঠন করতে পারে মোহনবাগান। কথাবার্তা আপাতত সেইদিকে এগোচ্ছে। আজ তো সবকিছু মোটামুটি ঠিক হল। আশা করব, আগামীদিনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরই গ্রহণ করা হবে যথাযোগ্য পদক্ষেপ। তবে আশা করছি, এবার মোহনবাগানেরও মহিলা ফুটবল দল হবে।'
Mohun Bagan Election News: শেষবেলায় 'মাস্টারস্ট্রোক' দেবাশিসের! অবাক সবুজ-মেরুন সমর্থকরা
একথা অনস্বীকার্য যে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলকে বলে বলে 'গোল' দিয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মেরিনার্সরা ২ বার আইএসএল খেতাব জয় করলেও, এখনও পর্যন্ত একবারও সুপার সিক্সে উঠতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এবার মোহনবাগান যদি মহিলা ফুটবল দলও মাঠে নামায়, সেক্ষেত্রে লাল-হলুদের চাপ অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন সমর্থকরা।