Mohun Bagan Super Giant News: মোহনবাগান ছাড়তেই 'বিস্ফোরক' আশিক, স্পষ্ট জানালেন মনের কথা

Ashique Kuruniyan Bengaluru FC: দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরু এফসি-তে যোদ দিলেন আশিক কুরুনিয়ান। ইতিপূর্বে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

Ashique Kuruniyan Bengaluru FC: দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরু এফসি-তে যোদ দিলেন আশিক কুরুনিয়ান। ইতিপূর্বে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ashique Kuruniyan Mohun Bagan (1)

মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আশিক কুরুনিয়ান

Ashique Kuruniyan: টিম ইন্ডিয়ার তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান অবশেষে আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদি চুক্তিতে বেঙ্গালুরু এফসি-তে (Bengaluru FC) যোগ দিয়েছেন। শুক্রবারই (৩ অক্টোবর) ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। 

Advertisment

Mohun Bagan vs East Bengal: সুপার কাপে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান-ইস্টবেঙ্গল? পুজোর আগেই 'বোনাস' সমর্থকদের

২৮ বছর বয়সি কেরালার এই ফুটবলার বেঙ্গালুরু এফসি-তে দ্বিতীয়বার যোগ দেওয়ার আগে তিনটে মরশুম মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) হয়ে খেলেছেন। ইতিমধ্যে তিনি ২ বার ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি এবং ২ বার আইএসএল উইনার্স শিল্ড জয় করেছেন।

Advertisment

Mohun Bagan Footballer Demise: মারা গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার, শোকের ছায়া কলকাতা ময়দানে

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেরিনার্স ব্রিগেডের হয়ে আশিক ৪৯ ম্য়াচ খেলেছেন। যদিও এই তিন বছরের মধ্যে অধিকাংশ সময়ই চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। তাঁর পা থেকে একটাই মাত্র গোল বেরিয়ে এসেছে। আর তিনটে গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি।

 কৃতজ্ঞতা স্বীকার করলেন আশিক

সবুজ-মেরুন ব্রিগেডকে বিদায় জানালেও প্রাক্তন ফুটবল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন আশিক কুরুনিয়ান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি লিখেছেন, 'আমার জীবনে গত ৩ বছর মোহনবাগানের সঙ্গে কাটিয়েছি। এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। ঐতিহাসিক জার্সিটা পরে মাঠে নামা, দলের জন্য লড়াই করা, সতীর্থদের সঙ্গে ৪ বার ট্রফি তোলার স্মৃতি আমার হৃদয়ের মণিকোঠায় চিরকাল অক্ষত রয়ে যাবে।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বাগান সমর্থকদের আমি একটাই কথা বলতে চাই। তোমাদের ভালবাসা, আবেগ এবং অফুরাণ চিৎকার প্রত্যেক দিন আমাকে নতুন করে শক্তি জুগিয়েছে। তোমরা আমাকে একেবারে পরিবারের মতো আগলে রেখেছিলে। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।'

Mohun Bagan Super Giant Loss: 'প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত...', মোহনবাগানের পরাজয়ে আক্ষেপ নবির

শেষকালে আশিক লিখেছেন, 'হতে পারে যে আমি কেরিয়ারের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, কিন্তু মোহনবাগান ক্লাব এবং সমর্থকদের প্রতি ভালবাসা একইরকম থাকবে। কখনও মলিন হবে না। এই ক্লাব, এর ইতিহাস, ক্লাবের সমর্থক সবকিছু আমার মনে চিরকাল অক্ষত থাকবে। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সাক্ষাতের আগে আপাতত বিদায়।'

Mohun Bagan Super Giant: ঘরের মাঠে লজ্জার হার, এই ৩ কারণেই মুখ ডোবাল মোহনবাগান

প্রসঙ্গত, এই নিয়ে আশিক কুরুনিয়ান দ্বিতীয়বারের জন্য বেঙ্গালুরু এফসি দলে যোগ দিলেন। ইতিপূর্বে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছর এই ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাবের হয়ে আশিক প্রথম দফায় ৪৪ ম্য়াচ খেলেছিলেন। দুটো গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন।

Ashique Kuruniyan Bengaluru FC Mohun Bagan Super Giant