/indian-express-bangla/media/media_files/2025/08/01/liston-colaco-2025-08-01-09-58-39.jpg)
মোহনবাগানকে জেতানোর পর এ কী বললেন লিস্টন?
Durand Cup 2025: চলতি ডুরান্ড অভিযান দারুণভাবে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বাগানের প্রথম ম্য়াচেই বসেছিল মিনি ডার্বির আসর। এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে মেরিনার্সরা ১০ জনে লড়াই করে। শেষপর্যন্ত মহমেডান স্পোর্টিং ক্লাবকে তারা ৩-১ গোলে পরাস্ত করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। মিনি ডার্বিতে মোহনবাগানের জয়ের নেপথ্যে যাঁর অবদান সবথেকে বেশি, তিনি হলেন দলের উইঙ্গার লিস্টন কোলাসো (Liston Colaco)। ফ্রি-কিক থেকে তিনি নিজে একটি অনির্বচনীয় গোল করার পাশাপাশি ম্য়াচের দ্বিতীয়ার্ধে সুহেল আহমেদ ভাটকে দিয়ে একটি অসাধারণ গোলও করালেন। এরপর একেবারে শেষবেলায় (৯৫ মিনিটে) লিস্টনকে বাজেভাবে ট্যাকল করতে যান মহমেডানের ফুটবলার দীনেশ। মোহনবাগানের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন ম্য়াচ রেফারি। আর স্পট কিকে ব্ল্যাক প্যান্থার্সদের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন সেই লিস্টনই।
Mohun Bagan Super Giant: ১০ জনেই ডার্বি জয় মোহনবাগানের, ডুরান্ডে সবুজ-মেরুনের নায়ক কোলাসো
ম্যাচের শেষে লিস্টন বললেন, 'এই জয়ের পর আমরা অত্যন্ত খুশি। আমরা প্রতিটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আশা করছি গোটা মরশুম জুড়ে এই সাফল্যের ধারা আমরা অব্যাহত রাখতে পারব।'
Mohun Bagan Super Giant: এবার কি কন্যাশ্রী কাপ খেলবে মোহনবাগান? অরূপের প্রস্তাবে একথাই বললেন দেবাশিস
গত এপ্রিলেই বিয়ে করেছেন লিস্টন
তবে লিস্টন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্ত্রী'র কারণেই তাঁর ভাগ্যের চাকাটা ঘুরে গিয়েছে। চলতি বছর এপ্রিল মাসেই বিয়ে করেছেন মোহনবাগানের এই তারকা ফুটবলার। খেলার শেষে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ে করার পরই কি সাফল্যের সরণীতে ফিরতে পেরেছেন লিস্টন? জবাবে ঠোঁটের কোনে খানিক হাসি ঝুলিয়ে রেখেই বললেন, 'হ্যাঁ, সত্যিই এটা আমার লেডি লাক। দুটো গোলই আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। বিশেষ করে আমি আমার স্ত্রী এবং বাবা-মায়ের কথা উল্লেখ করব। তারপর তো সমর্থকরা আছেই।'
Mohun Bagan Super Giant: ডুরান্ডে নামার আগেই বড় সিদ্ধান্ত মোহনবাগানের, তাজ্জব সবুজ-মেরুন সমর্থকরা!
ইংরাজিতে একটি প্রবাদ রয়েছে, 'মর্নিং শো'জ দ্য ডে'। যেহেতু ডুরান্ডের হাত ধরেই মোহনবাগান সিনিয়র দল নয়া মরশুমের সূচনা করল, তাই একথাটা বলা যেতেই পারে। প্রথম ম্য়াচে জয়ের পাশাপাশি লিস্টনের পারফরম্য়ান্সও সকলের নজর কেড়েছে। এই ব্যাপারে কোলাসো জানাতে, 'আমার মতে পরিশ্রমের কোনও বিকল্প হয় না। এই মরশুমে আমি নিজের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দিতে চাই। অফ সিজনেই আমি নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি। আশা করছি, চলতি মরশুমে আমি ভাল পারফরম্য়ান্স করতে পারব। আর প্রথম ম্য়াচে গোল পাওয়াটা আমার কাছে অবশ্যই একটা মোটিভেশনের কাজ করবে।'