Kanyashree Cup: নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচে তারা ৩-২ গোলে পরাস্ত হলেও, মোটের উপর পারফরম্য়ান্স কিন্তু একেবারে খারাপ করেনি। ৬ ম্য়াচে ১০ পয়েন্ট সংগ্রহ করে তারা ৫ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ডুরান্ড কাপ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের আগামী পরিকল্পনা নিয়ে একটা বড়সড় ঘোষণা করলেন সভাপতি দেবাশিস দত্ত। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Mohun Bagan Chima Okorie: কোন 'গোপন মন্ত্রে' চিমাকে সই করিয়েছিল মোহনবাগান? ফাঁস হয়ে গেল সেই অজানা গল্প
গত মঙ্গলবার অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ক্লাবের পক্ষ থেকে তাঁকেও মঞ্চে ডেকে সম্মান জানানো হয়। সেইসময় ক্লাবের কাছে একটি 'আবদার' করেছিলেন অরূপ বিশ্বাস। এরমধ্যে অন্যতম হল, আগামী মরশুমে কন্য়াশ্রী কাপে তিনি মোহনবাগানকে দেখতে চান।\
Mohun Bagan Day: পরের জন্মে কী হতে চান, আবেগে ভেসে জানিয়ে দিলেন মোহনবাগান 'রত্ন' টুটু বোস
কন্যাশ্রী কাপ। বাংলার মহিলা ফুটবলারদের আরও উৎসাহ দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে। কিন্তু, মোহনবাগান এখনও পর্যন্ত মহিলা ফুটবল দলই গড়ে তুলতে পারেনি। এই ব্যাপারটা নিয়ে মেরিনার্সদের মধ্যেও একটা হতাশা ছিলই। সেই হতাশার কথাটাই এবার ভরা মঞ্চে মুখ ফুটে বলে ফেললেন অরূপ বিশ্বাস। তাঁর কথায়, 'আজ মোহনবাগান দিবস। সমস্ত ভারতবাসীর কাছে, বাংলার মানুষের কাছে এটা একটা গৌরবের দিন। কারণ, ইংরেজদের চোখে চোখ রেখে যারা শিখিয়েছিল যে স্বাধীনতা পাওয়া যায়, সেই দলের নাম হল মোহনবাগান।'
Mohun Bagan Day 2025: মোহনবাগান না ইস্টবেঙ্গল, কোন ক্লাবের সমর্থক মমতা? এতদিনে ফাঁস গোপন কথা
মোহনবাগানকে কন্যাশ্রী কাপ খেলতে হবে, অনুরোধ অরূপের
এরপর তিনি বললেন, 'আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে মোহনবাগানের কাছে অনুরোধ করতে চাই। প্রথমত, আগামী বছর আমি কন্যাশ্রী কাপে মোহনবাগান দলকে দেখতে চাই। আগামী বছর কন্যাশ্রী কাপে মেয়েদের দলটাকে দেখতে চাই। কারণ বাংলার মেয়েরা আজ ভারত সেরা হয়েছে। আজ আমরা ভারতীয় মহিলা লিগে চ্যাম্পিয়ন হয়েছি। হতে পারে বিরোধী দল ইস্টবেঙ্গল হয়েছে, কিন্তু মোহনবাগানকে কন্যাশ্রী কাপ খেলতে হবে। এটা আমার একান্ত অনুরোধ।'
Mohun Bagan Canteen: ফিশ ফ্রাই-মাটন কষার ভুবনভোলানো স্বাদ, ভারতসেরা হল মোহনবাগানের ক্যান্টিন
সৃঞ্জয়-দেবাশিস জুটিতে ভরসা টুটু বসুর
এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জবাবও দিয়েছেন বাগান সভাপতি দেবাশিস দত্ত (Debasish Dutta)। তিনি বললেন, 'অরূপদা'র এই প্রস্তাব বাস্তবায়িত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব।' অন্যদিকে 'মোহনবাগান রত্ন' টুটু বসু বললেন, 'বাগান টিম ম্য়ানেজমেন্টের নতুন মানিকজোড় জুটি টুম্পাই-দেবাশিস কথা দিয়েছে যে ওরা করে দেখাবে। আর মোহনবাগান ক্লাব যাতে হাত দেয়, সেটা সোনা হয়ে যায়।'