Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপে বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রথম ম্য়াচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) বিরুদ্ধে তাদের খেলতে হবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচ। তবে ডুরান্ডের প্রথম ম্য়াচ খেলতে নামার আগে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে মোহনবাগান টিম ম্য়ানেজমেন্ট। গ্রুপ পর্বে কোনও বিদেশি ফুটবলারকে তারা খেলাচ্ছে না। ভারতীয় খেলোয়াড়দের উপরই সবুজ-মেরুন ব্রিগেড মূলত ভরসা রাখছে।
Mohun Bagan Day 2025: মোহনবাগান না ইস্টবেঙ্গল, কোন ক্লাবের সমর্থক মমতা? এতদিনে ফাঁস গোপন কথা
ইতিমধ্যে মোহনবাগানের ১৮ জনের স্কোয়াড প্রকাশ্যে এসেছে। একনজরে সেই স্কোয়াডে চোখ বুলিয়ে নেওয়া যাক:
বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি, কিয়ান নাসিরি, অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, মহম্মদ বিলাল সি.ভি, আশিস রাই, আপুইয়া রালতে, দীপ্রভাত ঘোষ, সুহেল ভাট, রোশন সিং, প্রিয়াংশ দুবে এবং করণ রাই।
Mohun Bagan Day: পরের জন্মে কী হতে চান, আবেগে ভেসে জানিয়ে দিলেন মোহনবাগান 'রত্ন' টুটু বোস
চলতি ডুরান্ড কাপে প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তারা ৫-০ গোলে জয়লাভ করে। সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের হয়ে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারকে মাঠে দেখতে পাওয়া গিয়েছিল। ছিলেন গ্রিসের তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং প্যালেস্তাইনের মিড-ফিল্ডার মহম্মদ রশিদ। ছাড়পত্র না থাকার কারণে মিগুয়েল এবং কেভিন সিবিয়েকে খেলাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ফলে ইস্টবেঙ্গল যে এই টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল নিয়েই লড়াইয়ে নামতে চায়, তা বেশ স্পষ্ট।
Mohun Bagan Chima Okorie: কোন 'গোপন মন্ত্রে' চিমাকে সই করিয়েছিল মোহনবাগান? ফাঁস হয়ে গেল সেই অজানা গল্প
গত ম্য়াচে নজর কেড়েছিল মহমেডানের পারফরম্য়ান্স
অন্যদিকে, মহমেডানের কাছে অবশ্য বিশেষ কিছু করার ছিল না। ফিফার নির্বাসনের কারণে তারা নতুন ফুটবলার সই করাতে পারবে না। অন্যদিকে, দলে যে বিদেশি ফুটবলাররা ছিলেন, তাঁরাও একে একে ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা গত ম্য়াচে বিদেশিহীন দল নিয়েই ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে মহমেডান ২-১ গোলে পরাস্ত হলেও, ১০০ মিনিট জুড়ে তাদের পারফরম্য়ান্স সকলের নজর কেড়েছে।
Mohun Bagan Super Giant: এবার কি কন্যাশ্রী কাপ খেলবে মোহনবাগান? অরূপের প্রস্তাবে একথাই বললেন দেবাশিস
এই পরিস্থিতিতে মোহনবাগানের 'ভারতীয়' দল কতটা লড়াই করতে পারে, এখন সেদিকে সকলের নজর রয়েছে। গত ২৬ জুলাই (শনিবার) কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান। সেখানে অবশ্য বাগানের রিজার্ভ দল মাঠে নেমেছিল। কিন্তু, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ৩-২ গোলে হেরে যায়। আশা করা হচ্ছে, এই পরাজয়ের প্রভাব খুব সম্ভবত ডুরান্ড কাপে পড়বে না। তবে একটা কথা বলতেই হবে, মিনি ডার্বিতে খুব সাবধানে পা ফেলতে হবে মেরিনার্সদের।