Mohun Bagan Super Giant: 'ওরা প্রতিবার হারে, আর...', ইস্টবেঙ্গকে বেনজির আক্রমণ দেবাশিসের!

Mohun Bagan vs East Bengal: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। বাঙালির চিন্তন এবং মননে এই দুই ফুটবল ক্লাবের প্রভাব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কলকাতা ডার্বির আবেগ বাঙালির রক্তে কার্যত হিমোগ্লোবিনের মতো মিশে গিয়েছে।

Mohun Bagan vs East Bengal: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। বাঙালির চিন্তন এবং মননে এই দুই ফুটবল ক্লাবের প্রভাব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কলকাতা ডার্বির আবেগ বাঙালির রক্তে কার্যত হিমোগ্লোবিনের মতো মিশে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal vs Mohun Bagan (5)

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত

Mohun Bagan Super Giant: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC)। বাঙালির চিন্তন এবং মননে এই দুই ফুটবল ক্লাবের প্রভাব যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কলকাতা ডার্বির আবেগ বাঙালির রক্তে কার্যত হিমোগ্লোবিনের মতো মিশে গিয়েছে। মাঠে ৯০ মিনিটের লড়াই তো বটেই, মাঠের বাইরেও দুই পক্ষের বাকযুদ্ধ মনে রাখার মতো। সামনেই সুপার কাপ (Super Cup 2025)। আর এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হাওয়া গরমের চেষ্টা করলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত (Debasish Dutta)।

Advertisment

Mohun Bagan Super Giant News Update: সুপার কাপে মোহনবাগানের রেকর্ড জানেন? শুনলে উড়ে যাবে রাতের ঘুম!

সম্প্রতি ময়দান আপডেট নামের একটি সংবাদমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন দেবাশিস দত্ত। সেখানে তাঁকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে খানিক কটাক্ষের সুরে দেবাশিস বললেন, 'গত ৫ বছরের আইএসএল রেকর্ড আপনি একবার ঘেঁটে দেখুন। ইন্ডিয়ান সুপার লিগে ওরা এখনও পর্যন্ত আমাদের হারাতে পারেনি। প্রত্যেকবার হেরেছে। আর হারার পরই বলে যে পরেরবার লড়াইয়ের জন্য এটা নাকি তুলে রাখল।' একে তো আইএফএ শিল্ড হারের জ্বালা রয়েইছে। তার উপর এই মন্তব্য ভাইরাল হতে না হতেই লাল-হলুদ সমর্থকরা আরও রেগে গিয়েছেন।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানেকে জিতিয়েই 'হুঙ্কার' মেহতাবের, ঘুম উড়বে বিপক্ষের

দেবাশিস দত্ত আরও যোগ করলেন, 'নিশ্চয়ই কোনও আলমারিতে ওরা এই প্রতিশ্রুতি তুলে রাখছে। আর এই হারের বোঝা জমতে জমতে অনেকটাই বেড়ে গিয়েছে। আইএসএল টুর্নামেন্টে ওরা আদৌ জিততে পারবে কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আমি প্রত্যাশা করি, ইস্টবেঙ্গল নিশ্চয়ই ভাল খেলবে। ওরা আসলে কলকাতা লিগের বাইরে বেরোতে পারছে না।'

Mohun Bagan News Update: 'ওসব বদলা-ফদলা...', ইস্টবেঙ্গলকে নিয়ে এসব কী বললেন দেবাশিস?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার কাপ। এবার সুপার কাপের আসর গোয়ায় বসতে চলেছে। আর টুর্নামেন্টের প্রথম দিনই খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। আসুন, দুই দলের সূচিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

ইস্টবেঙ্গল এফসি:

  • ২৫ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (বিকেল সাড়ে ৪টে)
  • ২৮ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (বিকেল সাড়ে ৪টে)
  • ৩১ অক্টোবর: বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা)

Mohun Bagan Super Giant: 'মোহনবাগানের হয়ে সুপার কাপ জিততে চাই...', শিল্ড জিতেই 'হুঙ্কার' শুভাশিসের

মোহনবাগান সুপার জায়ান্ট: 

  • ২৫ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
  • ২৮ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
  • ৩১ অক্টোবর: বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)

দেবাশিস দত্ত'র কথায়, 'এই বছর তো ওরা (ইস্টবেঙ্গল এফসি) শিল্ডও পেল না। ডুরান্ডও পায় না। গতবছর পায়নি, এবছরও পেল না। আইএসএলে ওদের ভবিষ্যত কী, সেটা আমি এখনও জানি না। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে ওদের চিন্তাভাবনা করা উচিত। পাশাপাশি ওদের অভ্যন্তরীণ বেশ কয়েকটি সমস্যাও রয়েছে। আমি চাই, ওরা যেন যাবতীয় সমস্যা মিটিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।'

সবশেষে বললেন, 'মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার জন্য়ই টুর্নামেন্টে খেলতে নামে। এবারও বিশ্বাস করি, মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। মনবীরের সামান্য চোট রয়েছে। তবে আমার আশা, সুপার কাপ শুরু হওয়ার আগেই মনবীর সুস্থ হয়ে উঠবে। গত ম্য়াচে সাহাল নজরকাড়া ফুটবল খেলেছে। সবমিলিয়ে, দল যথেষ্ট ভাল খেলছে।'

Debasish Dutta Super Cup 2025 East Bengal FC Mohun Bagan Super Giant