/indian-express-bangla/media/media_files/2025/10/21/mohun-bagan-vs-east-bengal-1-2025-10-21-12-12-56.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি
Mohun Bagan Super Giant: ভারতবর্ষের ফুটবল ইতিহাসে অন্যতম সফল ক্লাব হল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আজ আর নতুন করে কিছু বলার নেই। সম্প্রতি তারা ২০২৫ আইএফএ শিল্ড জয় করেছে। এছাড়া আইএসএল খেতাব তো আছেই। কিন্তু, আপনারা শুনলে হয়ত কিছুটা অবাকই হবেন যে আজ পর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড কখনও সুপার কাপের (Super Cup 2025) খেতাব জিততে পারেনি।
এই সুপার কাপ আয়োজনের দায়িত্বে রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল ক্লাবগুলোর কাছে এটা অন্যতম সেরা নকআউট টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় যে দল জয়লাভ করে, তারা সরাসরি এএফসি টুর্নামেন্টে লড়াই করার সুযোগ পায়।
গত কয়েক বছরে এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট কেমন পারফরম্য়ান্স করেছে, আসুন সেটাই একবার দেখে নেওয়া যাক।
Mohun Bagan Super Giant: মোহনবাগানেকে জিতিয়েই 'হুঙ্কার' মেহতাবের, ঘুম উড়বে বিপক্ষের
২০১৮: সেমি-ফাইনাল ফিনিশ
২০১৮ সালে ভারতীয় ফুটবল আঙিনায় পা রাখে সুপার কাপ। এই বছর কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে মোহনবাগান ৩-১ গোলে দাপুটে জয়লাভ করেছিল। বাগানের হয়ে গোল করেছিলেন শেখ ফৈয়াজ, নিখিল কদম এবং শিলংয়ের ফুটবলার লরেন্স ডো একটি আত্মঘাতী গোল করেছিলেন। যদিও সেমিফাইনালেই মোহনবাগানের যাত্রা শেষ হয়ে গিয়েছিল। শেষ চারের লড়াইয়ে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে হয়। এই ম্য়াচে বাগানের হয়ে জোড়া গোল করেছিলেন ডিপান্ডা। কিন্তু, মেরিনার্সরা শেষপর্যন্ত ৪-২ গোলে এই ম্য়াচটা হেরে যায়। এই ম্য়াচে বেঙ্গালুরুর হয়ে হ্যাটট্রিক করেছিলেন মিকু। আর বাকি একটি গোল করেছিলেন সুনীল ছেত্রী।
Mohun Bagan News Update: 'ওসব বদলা-ফদলা...', ইস্টবেঙ্গলকে নিয়ে এসব কী বললেন দেবাশিস?
২০১৯-২০২২
২০১৯ সালে মোহনবাগান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। সেইসময় তারা আই-লিগ খেলত। লিগের দলগুলোর সঙ্গে অবিচার করা হচ্ছে-- এই দাবিতে তারা এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছিল। এরপর করোনা অতিমারির কারণে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছিল।
Mohun Bagan Super Giant: 'মোহনবাগানের হয়ে সুপার কাপ জিততে চাই...', শিল্ড জিতেই 'হুঙ্কার' শুভাশিসের
২০২৩: গ্রুপ পর্ব থেকে বিদায়
এরপর ২০২৩ সালের কথায় আসা যাক। গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে ৫-১ গোলে জিতে শুরুটা বেশ ধামাকাদার করেছিল মোহনবাগান। কিন্তু, এই জয়ের ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই তারা বিদায় নেয়। গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/13/mohun-bagan-super-giant-2025-10-13-14-51-43.jpg)
২০২৪: ফের গ্রুপ পর্ব থেকে বিদায়
২০২৪ সালে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি-কে একই গ্রুপে রাখা হয়েছিল। এই একই গ্রুপে আবার ছিল হায়দরাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান এফসি। প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে দাপুটে জয়লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ করে মোহনবাগান ১০ জনে লড়াই চালিয়েও জয় হাসিল করেছিল।
Mohun Bagan Super Giant Win: খোঁচা দিতে এসেছিল ইস্টবেঙ্গল, জিতেই যোগ্য জবাব মোহনবাগানের
জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখেই তারা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচেও মেরিনার্সরা বিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হয়। এই টুর্নামেন্টে পরপর ২ ম্য়াচে তারা জয়লাভ করে।
যদিও গ্রুপ পর্বের শেষটা হয়েছিল একটা যথেষ্ট চ্যালেঞ্জিং ম্য়াচ দিয়ে। খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই ম্য়াচে সবুজ-মেরুন ফুটবলাররা আপ্রাণ লড়াই করলেও শেষপর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট হেরে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us