/indian-express-bangla/media/media_files/2025/10/20/mehtab-singh-1-2025-10-20-11-04-21.jpg)
মোহনবাগানের তারকা ফুটবলার মেহতাব সিং
Mohun Bagan Super Giant: শেষ হল ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025)। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। টাই-ব্রেকারে নির্ধারিত হয় এই ম্য়াচের ফলাফল। এবং শেষপর্যন্ত মেরিনার্সরা ৫-৪ গোলে জয়লাভ করে।
Mohun Bagan News Update: 'ওসব বদলা-ফদলা...', ইস্টবেঙ্গলকে নিয়ে এসব কী বললেন দেবাশিস?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টাই-ব্রেকার পর্বে মোহনবাগানের হয়ে শেষ গোলটি নিতে এসেছিলেন মেহতাব সিং (Mehtab Singh)। সবুজ-মেরুন জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। আর মেহতাবের গোলেই নিশ্চিত হয় মোহনবাগানের জয়। আর সেকারণেই তাঁর আনন্দটা আপাতত দ্বিগুণ হয়ে গিয়েছে। শনিবার ম্য়াচের শেষে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব হল মোহনবাগান। সুতরাং এই ক্লাবের হয়ে খেলাটাই আমার কাছে স্বপ্নপূরণের সামিল।'
Mohun Bagan Super Giant: 'মোহনবাগানের হয়ে সুপার কাপ জিততে চাই...', শিল্ড জিতেই 'হুঙ্কার' শুভাশিসের
ইস্টবেঙ্গলের জার্সিতে আগেও গোল করেছেন মেহতাব সিং। ডার্বি ম্য়াচের গুরুত্ব যে কতখানি, সেটা খুব ভাল করেই জানেন তিনি। আর সেকারণেই শনিবার ওই গোলটা করার পর তিনি কার্যত উল্লাসে ফেটে পড়েন। মেহতাবের কথায়, 'একটা কথা মাথায় রেখেই মোহনবাগানে সই করেছিলাম। ডার্বি ম্য়াচ খেলার সুযোগ পাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই ম্যাচটার জন্য আমি অপেক্ষা করছিলাম।'
Mohun Bagan Super Giant Win: খোঁচা দিতে এসেছিল ইস্টবেঙ্গল, জিতেই যোগ্য জবাব মোহনবাগানের
শেষ শটটা নিতে যাওয়ার আগে কোনও চাপ অনুভব করেছিলেন মেহতাব? এমন প্রশ্ন শুনেই তাঁর ঠোঁটের কোনে কিছুটা হাসি খেলে যায়। তিনি বললেন, 'ডার্বি ম্য়াচে গোল করার চাপ সবসময়ই থাকেব। তবে যেহেতু আমি শট নেওয়ার আগে বিশাল একটা সেভ করে দিয়েছিল, সেকারণে কিছুটা হলেও চাপমুক্ত ছিলাম। আমার মাথায় শুধুমাত্র একটাই কথা ঘুরছিল। একটা শট জালে জড়াতে পারলেই ম্য়াচটা শেষ করে দিতে পারব। আর সেটা মাথায় নিয়েই গোলটা করি।'
Mohun Bagan Super Giant News: প্রতিশোধের ডার্বিতে নিভল মশাল, দুরন্ত জয় ছিনিয়ে আনল মোহনবাগান
কী হয়েছিল টাই-ব্রেকারে?
টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা। ব্রাজিলের জবাব দিলেন একজন ব্রাজিলিয়ানই। গোল করতে এলেন রবসন রবিনহো। তিনি ম্য়াচের স্কোরলাইন ১-১ করলেন। এরপর ইস্টবেঙ্গলের হয়ে গোল করতে আসেন আর্জেন্টিনার ফুটবলার কেভিন সিবিয়ে। তিনি লাল-হলুদ ব্রিগেডকে ২-১ গোলে এগিয়ে দিলেন। বাগানের হয়ে সমতা ফেরালেন মনবীর সিং। দেবজিৎজে উল্টোদিকে ফেলে দিয়ে তিনি গোল করেন।
Mohun Bagan Super Giant Goal: দুরন্ত গোল মোহনবাগানের, নায়ক হয়ে উঠলেন আপুইয়া
ইস্টবেঙ্গলের হয়ে গোল মিস করেন জয় গুপ্তা
জমে ওঠে খেলা। ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করলেন নাওরেম মহেশ সি। ৩-২ গোলে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানের হয়ে সমতা ফেরালেন ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসো। অবশেষে গোল করতে আসেন জয় গুপ্তা। এবার কাইথের বিশালত্ব সামনে এল। আটকে দিলেন জয়ের গোল। ৩-৩ গোলে এখনও সমতা বজায় রাখল মোহনবাগান। এরপর গোল করতে এলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি গোল করতেই মোহনবাগান ৪-৩ গোলে এগিয়ে যায়। ইস্টবেঙ্গলের হয়ে শেষ শট নিতে আসেন হিরোশি ইবুসুকি। তিনি ৪-৪ গোলে আবারও সমকা ফিরিয়ে আনে। বাগানের হয়ে শেষ গোল করতে আসেন মেহতাব সিং। হেলায় তিনি গোল করে ফেললেন। ১২৫ তম আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান।