Mohun Bagan Super Giant News: মোহনবাগানের কাছে বড়সড় ধাক্কা! মেরিনার্সদের প্রতিবাদকে চূড়ান্ত কটাক্ষ নবির

Mohun Bagan vs East Bengal: হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৫ আইএফএ শিল্ড ফাইনাল আয়োজন করা হচ্ছে।

Mohun Bagan vs East Bengal: হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৫ আইএফএ শিল্ড ফাইনাল আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan (3)

মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ অব্যাহত

Mohun Bagan Super Giant: হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৫ আইএফএ শিল্ড (IFA Shield 2025) ফাইনাল আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে খেলতে নামছে কলকাতা ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী দল। একদিকে মোহনবাগান এবং অন্যদিকে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু প্রশ্নটা হল, এই ম্যাচেও মোহনবাগান সমর্থকরা কি মাঠে এসে তাদের প্রতিবাদ জানাবেন? নাকি দলের পাশে থাকবেন? এটা নিয়ে একটা চূড়ান্ত মতপার্থক্য তৈরি হয়েছে। 

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে দারুণ 'সুখবর', জানিয়ে দিলেন অধিনায়ক শুভাশিস

একদল বলছেন যে মোহনবাগান সমর্থক রা মাঠে আসবেন এবং দলকে সাপোর্ট করবেন আর একজন বলছেন, না! মাঠে হয়ত মোহনবাগান সমর্থকরা যাবেন, কিন্তু তারা ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে! ফলে গোটা বিষয়টা নিয়ে একটা চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার এই বিষয়ে মন্তব্য করলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার রহিম নবি।

Advertisment

Mohun Bagan vs East Bengal News: মোহনবাগান না ইস্টবেঙ্গল, ডার্বি ম্য়াচে এগিয়ে কারা? জানিয়ে দিলেন অ্যালভিটো

কী বললেন রহিম নবি?

রহিম নবি (Rahim Nabi) স্পষ্ট কথায় জানিয়ে দিলেন, মোহনবাগান সমর্থকরা যেগুলো করছে সেগুলো নেহাতই পাগলামি। এই পাগলামি অবিলম্বে বন্ধ করা দরকার। নবির কথায়, ' মোহনবাগান ক্লাব এবং এই ক্লাবের সমর্থক দুজনেই একে অপরের পরিপূরক। কোনও একটাকে বাদ দিলে, অন্যটা একেবারে অস্তিত্বহীন হয়ে পড়বে। সুতরাং এই ঝামেলা যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হবে, ততই মঙ্গল।'

Mohun Bagan Super Giant News Update: দুর্বল ইউনাইটের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, আদৌ মন কাড়ল মোহনবাগানের খেলা?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েকদিন ধরেই মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সমর্থকদের দ্বৈরথে  তোলপাড় কলকাতা ময়দান। সম্প্রতি এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্ট খেলার জন্য ইরানের দল পাঠাতে চাইনি বাগান ম্যানেজমেন্ট। যুক্তি ছিল, ইরানে নাকি অস্ট্রেলিয়ান ফুটবলাররা গেলে সমস্যা হতে পারে। এমন একটি সিদ্ধান্তের কারণে বাগান সমর্থকরা রীতিমতো রেগে ওঠেন। এরপর চলতি আইএফএ শিল্ডে মাঠে গুটিকতক সবুজ-মেরুন সমর্থক এলেও তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। আর গত ম্যাচে ইউনাইটেড এসসি কলকাতার বিরুদ্ধে জয়লাভের পর তো যাবতীয় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। পুলিশের হাতে মার খেয়ে বাড়ি ফিরতে হয়েছে বাগান সমর্থকদের। এরপর শোনা যাচ্ছিল যে শনিবাসরীয় ডার্বি ম্যাচে মেরিনার্সরা  মাঠে এলেও ম্যাচ চলাকালীন বিক্ষোভ প্রদর্শন করবেন।

Mohun Bagan Goal: আগুন গোল মোহনবাগানের, মাঠে নামতেই জাত চেনালেন দিমি গড

তবে রহিম নবি বললেন, ' একজন ফুটবল প্লেয়ারকে মারা, তার উপর চিৎকার করা, কিংবা তাঁকে ধমকানো কোনও সভ্য সমর্থকের কাজ নয়। যে ফুটবলার ক্লাবের জন্য জান প্রাণ লড়িয়ে খেলছে তাকে যদি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় সে তো নিশ্চিতভাবে ডিমোটিভেট হবেই। এখানে তো একজন ফুটবলারের কিছু করার নেই, এটা সমর্থকদের বুঝতেই হবে। যদি ম্যানেজমেন্ট পাঠায় তবেই যাবে। না পাঠালে তো আর যাওয়া সম্ভব নয়। আর প্লেয়াররা খেলবে এবং সাপোর্টাররা মাঠে আসবে এটাই স্বাভাবিক। যতই কঠিন সময় আসুক না কেন ক্লাবের পাশে সব সময় থাকা উচিত। প্লেয়ারদের পাশে থাকা উচিত।'

Rahim Nabi IFA Shield 2025 Mohun Bagan Super Giant