Mohun Bagan Super Giant Victory: 'সে তো ইস্টবেঙ্গলকেও ৫ গোল দিয়েছি...', জয়ের পর উল্লাস দেবাশিস দত্তের

Mohun Bagan Super Giant: এবারের ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৯ অগাস্ট) ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে এই ম্য়াচে মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করেছে।

Mohun Bagan Super Giant: এবারের ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৯ অগাস্ট) ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে এই ম্য়াচে মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Debasish Dutta

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত

Mohun Bagan Super Giant: এবারের ডুরান্ড কাপে (Durand Cup 2025) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৯ অগাস্ট) তারা ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে মোহনবাগান ৫-১ গোলে জয়লাভ করেছে। সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে একটি করে গোল করলেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্য়াকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ এবং জেসন কামিংস। এছাড়া ডায়মন্ড হারবার এফসি-র হয়ে একমাত্র গোলটি করেছেন লুকা মাজসেন। আর এই জয়ের পর কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠলেন মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত (Debasish Dutta)।

Advertisment

Mohun Bagan Super Giant Win: পাঁচ গোলের মালা মোহনবাগানের, উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি

ম্য়াচের শেষে তিনি বললেন, 'সে তো মহমেডানও আমাদের কাছে পাঁচ গোল খেয়েছে। অনেক ম্য়াচে ইস্টবেঙ্গলও পাঁচ গোল খেয়েছে। ডার্বিতে পাঁচ গোল হয় না, এমন তো কোনও ব্যাপার নয়। তবে ডায়মন্ড হারবার এফসি-কে আমি অভিনন্দন জানাতে চাই। কারণ, অনেক কষ্ট করে বাংলার একটা ফুটবল দল এভাবে উঠে আসছে। একটা ম্য়াচে তো তারা ভাল খেলেছে। BSF-কে তারা ৮-১ গোলে পরাস্ত করেছে।'

Advertisment

Mohun Bagan on Bengali Language: 'শহিদের রক্ত, কবির নোবেল...', বাংলা ভাষার সম্মানে গর্জে উঠল মোহনবাগান

ইস্টবেঙ্গলকে খোঁচা দেবাশিস দত্তের

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের দল বর্তমানে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে এগোচ্ছে। আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই। আপনারা আমাকে ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন করছেন। কলকাতার যে আরেকটা বড় ক্লাব রয়েছে, তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে। আর দেখুন, আমরা কতগুলো জুনিয়র প্লেয়ারকে খেলিয়েছি। আমাদের দলে মাত্র চারজন সিনিয়র খেলেছে। আমাদের দলে এত চোট-আঘাতের সমস্যা ছিল যে জুনিয়র ফুটবলারদের খেলাতে হয়েছে। আর জুনিয়ররা খেলে পাঁচ গোল দিয়েছে। এটাই হচ্ছে মোহনবাগানের আসল কৃতিত্ব।'  

Mohun Bagan Super Giant: বিধ্বংসী থাপা, আগুন জেমি! প্রথমার্ধে জোড়া গোল দাগল মোহনবাগান

বিতর্কিত পেনাল্টি নিয়ে মন্তব্য দেবাশিসের

এখানেই থামেননি দেবাশিস দত্ত। এই ম্য়াচের রেফারিং নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই দাবি করছেন, রেফারি নরেশকে যে লাল কার্ড দেখিয়ে মোহনবাগানকে পেনাল্টি দিয়েছে, সেটা একেবারে ন্যায্য নয়। এই প্রশ্নের জবাবে তিনি বললেন, 'এই বছর অনেকেই বলেছিল, রিক্রুট করতে পারে না রেফারি। গতকাল একটা খেলায় আমি দেখলাম, এই বছর বোধহয় কোনও একটা দল রিক্রুট করেছে।' দেবাশিস দত্ত যে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ম্য়াচের কথা উল্লেখ করেছেন তা বলাই বাহুল্য। তাঁর কথায়, 'ওরা রেফারি রিক্রুট করেছে বলেই, পেনাল্টি হয়েও হচ্ছে না। আমার মনে হয়, এই বছর ফুটবলারের পরিবর্তে রেফারিকে ওরা রিক্রুট করতে পেরেছে।'

Debasish Dutta Mohun Bagan Super Giant Diamond Harbour FC Durand Cup 2025