Mohun Bagan Super Giant: বিধ্বংসী থাপা, আগুন জেমি! প্রথমার্ধে জোড়া গোল দাগল মোহনবাগান

Mohun Bagan Super Giant: ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে মোহনবাগাানের ম্য়াচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। ম্য়াচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রয়েছে মেরিনার্সরা। একটি করে গোল করেছেন অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন।

Mohun Bagan Super Giant: ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে মোহনবাগাানের ম্য়াচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। ম্য়াচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে রয়েছে মেরিনার্সরা। একটি করে গোল করেছেন অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant (6)

একটি করে গোল করলেন অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন

Mohun Bagan Super Giant: চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) শনিবার (৯ অগাস্ট) হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। এই ম্য়াচে প্রথম ৪৫ মিনিটের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রথমার্ধ শেষে সবুজ-মেরুন ব্রিগেড ২-১ গোলে এগিয়ে রয়েছে। একটি করে গোলট করেছেন বাগানের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন। এছাড়া ডায়মন্ড হারবার এফসি-র হয়ে একমাত্র গোল করেন লুকা মাজসেন।

Advertisment

Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা

ম্যাচের শুরু থেকেই ডায়মন্ড হারবার এফসি ক্রমাগত মোহনবাগানের ডিফেন্সে চাপ বাড়াতে শুরু করেছিল। ইতিমধ্যে ১৬ মিনিটে মেরিনার্সদের লিড দিতে ব্যর্থ হলেন জেমি ম্যাকলারেন। ডায়মন্ড হারবারের গোলকিপার অসাধারণ দক্ষতায় বলটা সেভ করলেন। গোটা যুবভারতী স্টেডিয়াম তখন উত্তেজনায় ফুটছে। জেমির সুযোগ হাতছাড়া হওয়ার পর কিছুটা হলেও মুষড়ে পড়েছিলেন মোহন সমর্থকরা। কিন্তু, তাঁদের মুখে আবারও হাসি ফিরিয়ে আনলেন অনিরুদ্ধ থাপা। ১৯ মিনিটে তিনি এগিয়ে দিলেন মোহনবাগানকে।

Advertisment

Diamond Harbour FC: 'তিন পয়েন্টের জন্য লড়ব...', মোহনবাগান ম্য়াচের আগে 'হুঙ্কার' ডায়মন্ড হারবার এফসি কর্তার

লিড নিল মোহনবাগান

সাহাল আবদুল সামাদের থেকে একটি 'নো-লুক' পাস পেয়েছিলেন থাপা। বক্সের ঠিক বাইরেই বলটা পেয়ে যাওয়ায় বাগান যোদ্ধার খানিকটা সুবিধাই হয়েছিল। একটা বাঁক খাওয়ানো শটে তিনি বলটা ডায়মন্ড হারবারের জালে জড়িয়ে দেন। DHFC-র গোলকিপার শরীরটাকে যতটা সম্ভব প্রসারিত করে দূর্গ বাঁচানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত সফল হতে পারেননি। এরপর গোটা স্টেডিয়াম মেরিনার্সদের গর্জনে তোলপাড় হতে শুরু করে।

Mohun Bagan Super Giant: 'মোহনবাগান ভাল দল, ডিফেন্স নিয়ে চাপে থাকবে...', স্পষ্ট কথা নবির

সমতা ফেরালেন মাজসেন

তবে মোহনবাগান সমর্থকদের কপালে এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৫ মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করে দিলেন লুকা মাজসেন। এক্ষেত্রে বাগান রক্ষণের দুর্বলতা আরও একটা স্পষ্ট হয়ে উঠল। বিশাল কাইথের সঙ্গে ওয়ান-অন-ওয়ান চলে গিয়েছিলেন মাজসেন। সেখান থেকে স্লোভাকিয়ার এই ফুটবলার কোনও ভুল করলেন না। মাথা ঠাণ্ডা রেখে বলটা গোলের মধ্যে ঠেলে দিলেন। এই গোলের পরই ম্যাচের উত্তাপ যাবতীয় ফারেনহাইট-সেলসিয়াস ছাপিয়ে যায়। ম্যাচে ফিরল ডায়মন্ড হারবার এফসি। 

Mohammedan SC vs Diamond Harbour FC: অবিশ্বাস্য লড়াইয়ের পরও হল না শেষরক্ষা, শেষবেলায় হার মহমেডানের

পাপস্খলন জেমি ম্য়াকলারেনের

৩৫ মিনিটে আবারও গোল। ফের এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ১৬ মিনিটে ম্য়াকলারেন যে ভুলটা করেছিলেন, এবার যেন সেই পাপস্খলন করলেন তিনি। আবারও রক্ষণের ভুলে একটা গোল হয়ে গেল। তবে এটা ডায়মন্ড হারবার এফসি-র রক্ষণ। ২-১ গোলে পিছিয়ে তারা এই ভুলের খেসারত ছিল। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড কোনও মিসটেক করলেন না। ৪০ মিনিটে সাহালকে বাজেভাবে ট্যাকল করার জন্য একটি হলুদ কার্ড দেখলেন মেলরয়। যদিও তাতে কোনও অসুবিধে হয়নি।

Liston Colaco Injury: মারাত্মক চোট পেলেন লিস্টন, নিরুত্তাপ রেফারি! রাগে ফেটে পড়লেন মার্কোয়েজ

যাইহোক, শেষপর্যন্ত রেফারি হাফটাইমের বাঁশি বাজালেন। মোহনবাগান ফুটবলারদের মুখে একটা হালকা হাসির রেশ দেখতে পাওয়া গেল। তবে দলের হেড কোচ হোসে মলিনা বোধহয় দলের ডিফেন্স নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকবেন। দ্বিতীয়ার্ধে এই দুটো দল কেমন পারফরম্য়ান্স করে, এখন সেটাই দেখার।

Mohun Bagan Super Giant Diamond Harbour FC Durand Cup 2025