/indian-express-bangla/media/media_files/2025/04/05/mc8w7OLjgQ0F7eHVZnyO.jpg)
মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা
Mohun Bagan Super Giant: সম্প্রতি আইএফএ শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেকারণে মেরিনার্সদের আত্মবিশ্বাস আপাতত সপ্তম স্বর্গে রয়েছে। এই পরিস্থিতিতে শনিবার (২৫ অক্টোবর) সুপার কাপ (Super Cup 2025) অভিযানে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা এই জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।
Mohun Bagan Super Giant News: 'মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাব...', কথা দিলেন আপুইয়া
ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা (Jose Molina)। তাঁর কথায়, সবুজ-মেরুন ব্রিগেড আরও একটা খেতাব জয় করতেই মাঠে নামছে। তাঁর কথায়, এই দলে রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে যথেষ্ট ভারসাম্য রয়েছে।
মলিনার কথায়, 'একটা দলে রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে সামঞ্জস্য রাখাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যাবতীয় সম্ভাবনার কথা মাথায় রেখেই আমরা অনুশীলন করেছি। গোল করার ক্ষেত্রে আমরা একই নীতি বজায় রাখতে চাই। যতটা সম্ভব কম গোল হজম করার চেষ্টা করব।'
অন্যদিকে, সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতায় চেন্নাইন এফসি (Chennayin FC) যথেষ্ট উজ্জ্বল একটা নাম। সেকারণে মাঠে নামার আগে মোহনবাগান বিপক্ষ শিবিরকে খানিকটা মেপে নিতে চাইছে। প্রসঙ্গত, এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।
Mohun Bagan Super Giant: সুপার কাপের আগে দারুণ খবর মোহনবাগানে, আনন্দে আত্মহারা মেরিনার্সরা
বিপক্ষকে সমীহ হোসে মলিনার
বাগানের স্প্যানিশ কোচ বললেন, 'ওদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। হতে পারে তারা বিদেশি ফুটবলার নয়। তবে ওরা পূর্ণ শক্তি নিয়েই আগামীকাল (শনিবার) ঝাঁপাবে। তবে ওদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।'
Mohun Bagan Super Giant: 'ওরা প্রতিবার হারে, আর...', ইস্টবেঙ্গকে বেনজির আক্রমণ দেবাশিসের!
ইতিপূর্বে চেন্নাইন এফসি-র হয়ে একবার খেলেছিলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। যদিও শনিবার তিনি সবুজ-মেরুন জার্সিতেই মাঠে নামবেন। এই ম্য়াচে থাপার সঙ্গে আপুইয়া রালতের পার্টনারশিপ কেমন গড়ে ওঠে, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।
থাপা বললেন, 'আমার মনে হয় যে আমাদের দুজনের খেলার ধরনই একইরকম। সেকারণে আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভাল হয়। আমরা বলটাকে ধরে রাখতে ভালবাসি। আর বোধহয় সেকারণেই অধিকাংশ ম্য়াচে সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করছি, এই টুর্নামেন্টেও তেমনই পারফরম্য়ান্স করতে পারব। আগামীদিনে জুটি হিসেবে পারফরম্য়ান্স আরও ভাল করার চেষ্টা করব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us