Joy Sarkar on Mohun Bagan: শেষ হল ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25)। ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসি'র (Bengaluru FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট Mohun Bagan Super Giants। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। যদিও শেষপর্যন্ত মোহনবাগান ২-১ গোলে জয়লাভ করেছে।
শনিবার (১২ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে গিয়েছিলেন বাংলার স্বনামধন্য সুরকার জয় সরকার। মোহনবাগান সমর্থক হিসেবে তাঁর পরিচিতি আলাদা করে দেওয়ার দরকার নেই। প্রিয় দলের জয়ে স্বাভাবিকভাবে তিনি খুব উচ্ছ্বসিত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একান্ত ইন্টারভিউয়ে তিনি বললেন, 'ফাইনাল ম্য়াচে যে সেরা দলই খেতাব জয় করেছে, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। এই দলটার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এমনকী, যারা রিজার্ভ বেঞ্চে বসেছিল, তাদের মধ্যেও ম্য়াচ জেতানোর ক্ষমতা ছিল।'
Sanjiv Goenka: কেন ডাকা হল না ক্রীড়ামন্ত্রীকে? ফাইনালের পর 'জবাব' সঞ্জীব গোয়েঙ্কার
এরপর তিনি মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনার যথেষ্ট প্রশংসা করলেন। বলতে বাধা নেই, এবারের আইএসএল টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল, সেইসময় মলিনার রণকৌশল নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। বিশেষ করে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে পরাজয়ের পর অনেকে তো মলিনাকে কোচের পদ থেকে সরানোর দাবিও তুলেছিলেন। কিন্তু, সেইসব আজ অতীত। আজ লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান। আর এই জয়ের পিছনে মলিনার শানিত মগজাস্ত্রের অবদান অনস্বীকার্য।
/indian-express-bangla/media/media_files/2025/04/13/d7uq3fASb5rXJJv9ut3z.jpg)
Mohun Bagan ISL Win: 'কী অসাধারণ একটা রাত...', মেরিনার্সদের শুভেচ্ছা জানিয়ে কী বললেন মনোজ?
জয় সরকার বললেন, 'আমি আলাদা করে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনাকে কৃতিত্ব দেব। পরেরদিকে আশিক কুরুনিয়ান এবং সাহাল আবদুল সামাদকে মাঠে নামিয়ে যে মোক্ষম চালটা দিল, সেটাই শেষপর্যন্ত বাজিমাত করল।'
Mohun Bagan wins ISL: ইতিহাস গড়ল মোহনবাগান, কী বললেন 'ক্যাপ্টেন' শুভাশিস?
/indian-express-bangla/media/media_files/2025/04/13/W66WbKPnCFWiqEF877NS.jpg)
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান পিছিয়ে পড়লেও কখনও মনে হয়নি যে দলটা জয়ের সরণীতে ফিরতে পারবে না। একেবারে যোগ্যতম দল হিসেবেই ওরা এই ম্য়াচটা জিতেছে। প্রথমে লিগ শিল্ড জিতেছিল। আর এবার আইএসএল ট্রফি জিতে সেই আনন্দটা 'ডবল' করল।'
Mamata Banerjee Congratulates Mohun Bagan: 'তোমাদের কুর্নিশ জানাই...', মোহনবাগানের জয়ে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়
/indian-express-bangla/media/media_files/2025/04/13/M6VhaAKB3rhNn3BEbVt4.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি আরও জানিয়েছেন, শনিবার বাড়ি ফিরতে রাত হয়ে যাওয়ার কারণে সেভাবে এই জয়টা সেভাবে উদযাপন করতে পারেননি। তবে রবিবাসরীয় সকালেই সটান চলে গিয়েছিলেন রাধু বাবুর দোকানে। সেখানেই পরিচিত এবং বন্ধুদের সঙ্গে চা, টোস্ট এবং ডিমের অমলেট সহযোগে বাগানের এই জয় সেলিব্রেট করেন। এরপর চলে একে অপরকে সবুজ-মেরুন আবির মাখানোর পালাও। সবমিলিয়ে যে আপাতত একটা হই-হই ব্যাপার চলছে, তা বলা যেতেই পারে।