Mohun Bagan Super Giant: শনিবার (৯ অগাস্ট) চলতি ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসি'র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই টুর্নামেন্টে দুটো দলই আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। প্রথম দুটো ম্য়াচ জয়ের পর দুই দলের ঝুলিতেই রয়েছে ৬ পয়েন্ট। যদিও গোল পার্থক্যে ডায়মন্ড হারবার কিছুটা হলেও এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগানের সামনে জয় ছাড়া আজকের ম্য়াচে আর দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। ড্র করলেও তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই দাঁড়িয়ে থাকবে। আর নকআউট পর্ব সবুজ-মেরুন ব্রিগেডের সামনে অনিশ্চিত হয়ে পড়বে। যদিও শনিবাসরীয় ম্য়াচে মেরিনার্সদের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi)।
Mohun Bagan Super Giant: মাত্র ১ দিন আগে 'সবুজ সংকেত', আপুইয়াকে আজ খেলাবেন মলিনা?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে রহিম নবি বললেন, 'মোহনবাগান যথেষ্ট ভাল দল। চলতি ডুরান্ড কাপে ওরা যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করছে। দলের দুটো উইঙ্গারই আপাতত সেরা ফর্মে রয়েছে। কোন কোন বিদেশি ফুটবলারকে খেলাবে, সেটা এখনও জানি না। তবে আবারও সেই একটাই কথা বলব, মোহনবাগান অত্যন্ত সলিড একটা টিম। কলকাতা লিগে ওরা যে পারফরম্য়ান্স করছে, সেটা একেবারে আলাদা বিষয়। তবে ডুরান্ড নিয়ে ওরা খুবই সিরিয়াস।'
Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! আরও অন্ধকারে ISL ভবিষ্যৎ?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত বেশ ভাল পারফরম্য়ান্স করেছে। প্রথম ম্য়াচে তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলে কষ্টার্জিত জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচে তারা খেলতে নেমেছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে। এই ম্য়াচে কিছুটা হলেও তারা ছন্দ ফিরে পেয়েছে। জয়লাভ করেছে ৪-০ গোলে। এবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তারা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই দেখার।
Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা
বাগানের ডিফেন্স নিয়ে চিন্তিত রহিম নবি
মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রশংসায় পঞ্চমুখ হলেও, ডায়মন্ড হারবার এফসি ম্য়াচের আগে মেরিনার্সদের ডিফেন্স নিয়ে কিছুটা হলেও আশঙ্কা প্রকাশ করলেন রহিম নবি। পরপর ২ ম্য়াচে হলুদ কার্ড দেখার জন্য শনিবার খেলতে পারবেন না দলের তারকা সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস। আর এটাই আশঙ্কার কারণ। নবি বললেন, 'গত ২ ম্য়াচে দীপেন্দুর খেলা আমার যথেষ্ট ভাল লেগেছে। কিন্তু, ডায়মন্ড হারবারের মতো একটা গুরুত্বপূর্ণ ম্য়াচে দীপেন্দুর না খেলাটা অবশ্যই বাগানের ডিফেন্সকে চাপে রাখতে পারে। তবে দলের যে বাকি বিদেশিরা রয়েছে, আশা করছি তারা এই ম্য়াচে ওর অভাবটা পূরণ করতে পারবে।'