/indian-express-bangla/media/media_files/2025/08/09/apuia-ralte-mohun-bagan-2025-08-09-10-33-18.jpg)
বাগানের তারকা মিডফিল্ডার আপুইয়া রালতে
Mohun Bagan Super Giant: শনিবার (৯ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে খেলার অনুমতি পেয়েছেন বাগানের তারকা মিডফিল্ডার লালেনমাওইয়া 'আপুইয়া' রালতে (Apuia)। এটা যে সবুজ-মেরুন ব্রিগেডের আত্মবিশ্বাস কতখানি বাড়িয়ে দেবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
Dimitri Petratos: বাগানের অনুশীলনে চনমনে দিমি, শনিবার খেলবেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে?
চলতি ডুরান্ড মরশুমের প্রথম ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। সেই ম্য়াচ খেলতে নেমে আপুইয়া লাল কার্ড দেখেছিলেন। ইতিমধ্যে এক ম্য়াচের জন্য নির্বাসিতও হয়েছেন তিনি। এই অবস্থায় ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে আপুইয়া খেলতে পারবেন কি না, সেই ব্যাপারে একটা বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, আপুইয়ার নির্বাসন নাকি ডায়মন্ড হারবার ম্য়াচেও বহাল থাকবে।
এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে আবেদন করা হয়, আপুইয়ার নির্বাসন যেন তুলে নেওয়া হয়। অবশেষে ম্য়াচের ঠিক আগের দিন সেই আবেদনে সাড়া দেয় ডুরান্ড কর্তৃপক্ষ। জানানো হয়, শনিবারের ম্য়াচে আপুইয়া খেলতে পারবেন। তবে আয়োজকদের এই সিদ্ধান্ত কিছুটা হলেও অখুশি বাগানের হেড স্যার হোসে মলিনা।
Mohun Bagan Super Giant: কতটা গুরুতর আপুইয়ার চোট? আদৌ খেলতে পারবেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে?
শুক্রবার (৮ অগাস্ট) সাংবাদিক সম্মেলন করতে এসে মলিনা বললেন, 'প্রায় ১ সপ্তাহ (৩১ জুলাই) আগে আপুইয়া লাল কার্ড দেখেছিল। আর ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ও খেলতে পারবে কি না, সেটা ম্য়াচের একদিন আগে জানানো হচ্ছে। এই সিদ্ধান্ত আমাদের পরিকল্পনা ব্যাহত করেছে। তবে ব্যাপারটা নিয়ে আমি আর বেশি মাথা ঘামাতে চাই না।'
Mohun Bagan Super Giant: আগুন জয় মোহনবাগানের, দুর্বল BSF-কে নিয়ে ছেলেখেলা করল মেরিনার্সরা
একদিকে যখন মোহনবাগান দলে আপুইয়া ফিরে এসেছেন, অন্যদিকে তারকা সেন্টার-ব্যাক দীপেন্দু বিশ্বাস আবার পরপর দুটো ম্য়াচে ২ হলুদ কার্ড দেখার কারণে নির্বাসনের কবলে পড়েছেন। সেকারণে তিনি আবার এই ম্য়াচটা খেলতে পারবেন না।
Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! আরও অন্ধকারে ISL ভবিষ্যৎ?
শনিবার খেলতে নামবেন দিমিত্রি পেত্রাতোস?
তবে সমর্থকদের মনে যে প্রশ্ন সবথেকে বেশি ঝড় তুলছিল, তা হল শনিবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসকে খেলানো হবে কি না। শুক্রবার বাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন এই অজি ফরোয়ার্ড। তাঁকে দেখে বেশ চনমনেও লেগেছিল। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন সমর্থকরা আশা করেছিলেন, শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্য়াচে হয়ত 'দিমি-গড' খেলতে নামবেন। কিন্তু, সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন মলিনা। সাফ জানিয়ে দিয়েছেন, একদিনের অনুশীলনে কখনই একজন ফুটবলারকে তিনি মাঠে নামাতে পারবেন না। সঙ্গে এই ম্য়াচে খেলতে পারবেন না জেমি ম্য়াকলারেন এবং অ্যালবার্তো রডরিগসও।
মলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দলের ফুটবলাররা শারীরিকভাবে ফিট হলেও, এখনই তিনি কোনও তাড়াহুড়োর পথে হাঁটতে চান না। সেক্ষেত্রে চোটের ঝুঁকি অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বললেন, 'ওরা প্রত্যেকেই আগামীকাল ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত। আমি খেলতে বললে, হয়ত মাঠে নেমেও পড়বে। কিন্তু প্রশ্নটা হল, সেই খেলার মান কতটা উন্নত হবে? আমি ওদের জোর করতে পারব না। সেক্ষেত্রে চোটের একটা বাড়তি ঝুঁকি থেকেই যায়।'