গত কয়েক মরশুমে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ফ্র্যাঞ্চাইজির হয়ে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামছেন। শুক্রবার (২৮ মার্চ) রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। যদিও তাঁর এই ধামাকাদার ইনিংস দলের কোনও কাজে লাগেনি।
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আয়োজিত এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ৫০ রানে হেরে যায়। চিপক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমনকী রবিচন্দ্রন অশ্বিনের পর ব্যাট করতে নামেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর ধোনির ব্যাটিং নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)।
MS Dhoni Trolled: কেন ৯ নম্বরে ব্যাট করতে নামলেন ধোনি? নেটপাড়ায় মিমের বন্যা
'ক্রিকবাজ'-এর ম্য়াচ পরবর্তী অনুষ্ঠানে ধোনির ব্যাটিং নিয়ে খানিক মশকরা করলেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বললেন, 'খুব তাড়াতাড়ি ও ব্যাট করতে নেমেছে। অন্যদিন ও ১৯ কিংবা ২০ ওভারে ব্যাট করতে নামে। আজ তো তাও ১৬ ওভারে ব্যাট করতে এসেছে। সেইদিক থেকে তো জলদি ব্যাট করতে নেমেছে বলা যেতেই পারে। হয় ও তাড়াতাড়ি ব্যাট করতে নেমেছে, নয়ত ওর দলের ব্যাটাররা যথেষ্ট তাড়াতাড়ি আউট হয়ে প্য়াভিলিয়নে ফিরে গিয়েছেন। দল আগে থেকে ঠিক করে রেখেছিল যে ধোনি কতগুলো বল খেলবে। এই সিদ্ধান্ত আমাকে একেবারেই হতবাক করেনি।'
CSK vs RCB: ১৭ বছরে ঘরের মাঠে প্রথম হার, যেন কিছুই হয়নি, এমন ভাব ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের!
সুরেশ রায়নার রেকর্ড ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি
এই ম্য়াচে ৩০ রান করার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রাক্তন সিএসকে সতীর্থ সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দেন। চেন্নাই সুপার কিংসের হয়ে আপাতত সর্বাধিক রান মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই রয়েছে।
MS Dhoni Stumping: আলোর গতির চেয়েও দ্রুত, চোখের নিমেষে স্টাম্প করলেন ধোনি! দেখুন ভিডিও
এই ম্য়াচে ধোনি ৩ চার এবং ২ ছক্কার সাহায্য়ে ৩০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৫০। এই প্যানেলে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি জানিয়েছেন, ধোনি যে কেন এতটা নীচে ব্যাট করতে নামলেন, সেটাই তাঁর মাথায় ঢুকছে না।
MS Dhoni-Vignesh Puthur: এমএস ধোনি কী বললেন বিঘ্নেশ পুথুরকে? বন্ধু ও কোচের চোখে একজন অটোচালকের ছেলের আইপিএল সফর
ধোনিকে নিয়ে বড় মন্তব্য রবিন উথাপ্পারও
উথাপ্পার কথায়, চেন্নাই সুপার কিংস দলে কারোর এই ক্ষমতা নেই যে ধোনির কথার উপর কথা বলতে পারেন। আর সেকারণেই ধোনি তাঁর ইচ্ছেমতো জায়গায় ব্যাট করতে নেমেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে একটি ইন্টারভিউয়ে ধোনি নিজেই জানিয়েছিলেন যে তিনি কেন লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন। মাহির কথায়, তিনি দলের তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দিতে চান। এই পরিস্থিতিতে গত ম্য়াচে কেন অশ্বিনের পর নামলেন তিনি, সেটাও কারোর মাথায় ঢুকছে না।