মহেন্দ্র সিং ধোনির বাইক ও গাড়ি প্রেমের কথা সর্বজনবিদিত। প্রাক্তন ভারত অধিনায়কের সংগ্রহে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচটু, কনফেডারেট হেলক্য়াট, সুজুকি হায়াবুসা ও নর্টন ভিনটেজের মতো বাইক। পাশাপাশি ফেরারি ফাইভনাইননাইন জিটিও, হামার এইচটু ও জিএমসি সিয়েরার মতো সব দুর্দান্ত মডেলের গাড়ির মালিকও তিনি।
সম্প্রতি এক পাঞ্জাবী ব্য়ক্তির থেকে এমএসডি কিনেছেন নিসান জঙ্গা। ভারতীয় সেনার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই গাড়ি। ধোনি শুধুই একজন ক্রিকেটার নন, টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও তিনি।
বহু বছর আগেই ধোনির গাড়িশালে চলে এসেছিল মার্কিন সেনাবাহিনীর বহুল ব্য়বহৃত বিশালাকার গাড়ি হামার। এবার ভারতীয় সেনাবাহিনীর পুরনো গাড়ি জঙ্গাও কিনে নিলেন মাহি। মডিফায়েড এই জঙ্গা গাড়ির দাম প্রায় ৬-১০ লক্ষ টাকার কাছাকাছি বলেই জানা যাচ্ছে। আর এই গাড়ি চালিয়েই ভারত-দক্ষিণ আফ্রিকার ম্য়াচ দেখতে জেএসসিএ ইন্টারন্য়াশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে এসেছিলেন রাঁচির রাজপুত্র।
আরও পড়ুন: দেখুন ভিডিও: ধোনিকে নিয়ে সাংবাদিকের প্রশ্ন, কোহলির সরস উত্তরে হাসির ফোয়ারা
.@msdhoni marked his presence at JSCA in style as he took his new car 'Jonga' for a spin!????????#Dhoni #TeamIndia #Ranchi pic.twitter.com/HKNmT5KavZ
— MS Dhoni Fans Official (@msdfansofficial) October 22, 2019
জঙ্গা গাড়ির ইতিহাসে একবার চোখ রাখা যাক। সাল ১৯৬০। জাপানিজ গাড়ি প্রস্তুতকারক সংস্থা নিসান নিয়ে এসেছিল ফোরবাইফোর পি সিক্সটি ওরফে পেট্রোল সিক্সটি। ১৯৬৩-৬৪ সালে ভারতীয় সেনার সশস্ত্র বাহিনীতে যুক্ত হয় এই গাড়ি। অর্ডন্য়ন্স ফ্য়াক্টরিজ বোর্ডের জব্বলপুরে ইউনিটে এই গাড়ি তৈরি হওয়া শুরু হয়েছিল। পি সিক্সটি-র নাম এই কারণেই হয়ে গেল জঙ্গা (JONGA-Jabalpur Ordnance and Guncarriage Assembly)
পরবর্তী কালে ভারতীয় সেনার আইকনিক গাড়ির তকমা জোটে জঙ্গার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনই ছিল এই গাড়ির প্রাণভোমরা। অনেক সময় বুলেটপ্রুফ ইঞ্জিনের সঙ্গে তুলনা করা হত। কোনওরকম মেকানিক্যাল সমস্যা ছিল না এই গাড়ির।
অল টেরেইন ধাঁচের জঙ্গা অত্য়ন্ত দুর্গম স্থানেও অনায়াসে চলে যেত। পার্বত্য় অঞ্চলেও সাবলীল ছিল জঙ্গার বিচরণ। অ্য়াম্বুলেন্স, সিজন্য়াল ভেহিকেল ও রিকভারি ভেহিক্য়াল হিসাবেই সেনাবাহিনীতে এই গাড়ি ব্য়বহার ছিল।
১৯৯৯-র পর এই গাড়ির উৎপাদন বন্ধ হয়ে যায়। জঙ্গাকে সরিয়ে ভারতীয় সেনায় আলাদা জায়গা করে নেয় সুজুকি জিমি সিরিজের মারুতি জিপসি। কিন্তু আজও জঙ্গার বিকল্প পায়নি দেশের সেনা।
সেনাবাহিনীর নিলাম থেকেই জঙ্গা কিনেছিলেন অনেকেই। ফলে আজও ভারতের রাস্তায় জঙ্গা চোখে পড়ে। ধোনিও গাড়িটিকে সেভাবেই নিজের সংগ্রহে আনেন। এখন মিলিটারি ক্য়ান্টনমেন্ট অঞ্চলগুলোয় খোঁজখবর রাখলে জঙ্গাকে পাওয়া সম্ভব।
আরও পড়ুন: ধোনির অপেক্ষায় ‘রেড বিস্ট’, সাক্ষী জানালেন এ গাড়ি ভারতে আর কারোর নেই
গত অগাস্টেই ধোনির গ্য়ারেজে চলে এসেছিল বিখ্য়াত মার্কিনি অটোমোবাইল সংস্থা ফিয়াট ক্রিসলার অটোমোবাইলসের জিপ ব্র্য়ান্ডের মাঝারি সাইজের এসইউভি। প্রায় ৬০ লক্ষেরও বেশি টাকারয় ধোনি কেনেন জিপ গ্র্য়ান্ড শেরোকি ট্র্য়াকহক সিক্স পয়েন্ট টু। ধোনির স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে গাড়ির ছবি পোস্ট করে জানিয়েছিলেন, এ গাড়ি ধোনি ছাড়া ভারতে আর কারোরই নেই।