MS Dhoni 5 Records: ধোনির এই ৫ রেকর্ডের কথা জানেন? জন্মদিনে 'ফাঁস' অজানা রহস্য

MS Dhoni Birthday: সোমবার (৭ জুলাই) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জন্মদিন পালন করছেন। ৪৪ বছর বয়সে পা রাখলেন ক্যাপ্টেন কুল। গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

MS Dhoni Birthday: সোমবার (৭ জুলাই) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জন্মদিন পালন করছেন। ৪৪ বছর বয়সে পা রাখলেন ক্যাপ্টেন কুল। গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Mahendra Singh Dhoni

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) প্রায় বছর পাঁচেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে ধোনি তাঁর বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে এমন কয়েকটি রেকর্ড কায়েম করছেন, যা ভাঙা কার্যত অসম্ভব। মাহির এই ৫ রেকর্ডের আশপাশে আপাতত কোনও উইকেটকিপার নেই। আসুন তাহলে, ক্যাপ্টেন কুলের (Captain Cool) ৪৪ তম জন্মদিনে সেই ৫ অজানা রেকর্ড নিয়েই আলোচনা করা যাক।

Advertisment

তিনটে আইসিসি ট্রফি

মহেন্দ্র সিং ধোনিই ক্রিকেট বিশ্বের একমাত্র অধিনায়ক, যাঁর ঝুলিতে আইসিসি-র তিনটে ট্রফি রয়েছে। ২০০৭ সালে তিনি টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেন। এই টুর্নামেন্টে ভারত যে জিততে পারবে, এমন কল্পনা কেউ স্বপ্নেও করতে পারেননি। সেকারণে টিম ইন্ডিয়ার অধিকাংশ সিনিয়র ক্রিকেটারই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। অথচ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ধোনি ব্রিগেড জয়লাভ করেছিল।

MS Dhoni Birthday: যেমন শুরু, ঠিক তেমনই শেষ! বিশ্ব চ্যাম্পিয়ন থেকে IPL খেতাব, একনজরে ধোনির কেরিয়ার

Advertisment

এরপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের খেতাব। ফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির সেই সিগনেচার স্টাইলে ছক্কা হাঁকানো, আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের চোখে ভাসে। এছাড়া ২০১৩ সালে তিনি ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জয় করেছিলেন।

Captain Cool MS Dhoni: 'Captain Cool' এবার থেকে ধোনির ব্যক্তিগত সম্পত্তি, আর কেউ পারবে না ব্যবহার করতে

সর্বাধিক ওয়ানডে ফাইনাল জয়

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি একাধিক সুনাম অর্জন করেছেন। কিন্তু, আপনারা কি জানেন যে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে ধোনি সর্বাধিক ওয়ানডে ফাইনাল জয় করেছেন? আজ্ঞে হ্যাঁ! তিনি ৬ ভিন্ন দেশের হয়ে ৪ ফাইনাল জয় করেছেন। ওয়ানডে টুর্নামেন্টে ফাইনাল জেতানোর ব্যাপারে সবথেকে সফল অধিনায়ক ধোনিই ছিলেন। তাঁর অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ১১০ ওয়ানডে ম্য়াচে জিতেছে।

 

MS Dhoni
শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি

 

সবথেকে সফল উইকেটকিপার

ক্রিকেট বিশ্বে সবথেকে সফল উইকেটকিপারের তকমা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি যখন উইকেটকিপিং করতেন, সেইসময় বিশ্বের তাবড়-তাবড় ব্যাটাররা ক্রিজের বাইরে বেরোতে ভয় পেতেন। ধোনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৩৫০ ওয়ানডে ম্য়াচে ১২৩ স্টাম্পিং করেছেন। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-২০ ম্যাচ মিলিয়ে মাহি মোট ১৯৫ স্টাম্পিং করেছেন। এই রেকর্ড আপাতত কেউ স্পর্শ করতে পারেননি।

IND vs ENG MS Dhoni: টিম ইন্ডিয়ার 'বিভীষণ' তাহলে এই ক্রিকেটারই? ভাঙতে চলেছেন ধোনির রেকর্ড

সর্বাধিক আন্তর্জাতিক ম্য়াচে নেতৃত্ব

ঝাড়খণ্ডের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি টিম ইন্ডিয়াকে সর্বাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচে অধিনায়কত্ব করেছেন। ভারতকে তিনি ৩৩২ আন্তর্জাতিক ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ১৭৮ ম্য়াচে জয়লাভ করেছে। হেরেছে ১২০ ম্য়াচে। ৬ ম্য়াচ টাই হয়েছে। বাকি ১৫ ম্যাচ অমীমাংসিত রয়ে গিয়েছে। ধোনির অধিনায়কত্বে জয়ের শতকরা হার ৫৩.৬১ এবং হারের শতকরা হার ৩৬.১৪। এই তালিকায় ধোনির পরেই রয়েছে রিকি পন্টিংয়ের নাম। তিনি ৩২৪ ম্য়াচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে জোড়া বিশ্বকাপও রয়েছে।

MS Dhoni Retirement: ধোনির অবসর নিয়ে LIVE শোয়ে তুলকালাম! আকাশ চোপড়ার সঙ্গে ধুন্ধুমার রায়নার, দেখুন Video

একমাত্র ক্রিকেটার যিনি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন

ধোনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন। ২০১১ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত উঠেছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ধোনি ম্য়াচ শেষ করেন। এই হাইভোল্টেজ ম্য়াচে ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। তিনি ৭৯ বলে ৯১ রান করেছিলেন। শেষপর্যন্ত ছক্কা হাঁকিয়ে তিনি বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন।

MS DHONI Mahendra Singh Dhoni Captain Cool