Ankeet Chavan: IPL স্পট ফিক্সিংয়ে শেষ হয়ে যায় কেরিয়ার, ১২ বছর পর সেই ক্রিকেটারকেই কোচ করল মুম্বাই

Ankeet Chavan IPL Spot Fixing: বাঁহাতি প্রাক্তন স্পিনার অঙ্কিত চহ্বনের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সাত বছরে কমিয়ে দেয়, যার ফলে তিনি দুই বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।

Ankeet Chavan IPL Spot Fixing: বাঁহাতি প্রাক্তন স্পিনার অঙ্কিত চহ্বনের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সাত বছরে কমিয়ে দেয়, যার ফলে তিনি দুই বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ankeet Chavan IPL Spot Fixing: ক্রিকেটার থেকে কোচের ভূমিকায় স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অঙ্কিত চহ্বন

Ankeet Chavan IPL Spot Fixing: ক্রিকেটার থেকে কোচের ভূমিকায় স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অঙ্কিত চহ্বন

Ankeet Chavan Appointed U-14 Coach: আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের কথা মনে আছে? সেই ২০১৩ সালের আইপিএল (IPL) স্পট ফিক্সিং কাণ্ড, যা ভারতের তারকা পেসার এস শ্রীসন্থের কেরিয়ারই শেষ করে দিয়েছিল। সেই মামলায় শ্রীসন্থের সঙ্গে রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটারের উপর আজীবন নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তাঁদের মধ্যেই একজন অঙ্কিত চহ্বন (Ankeet Chavan)। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (The Mumbai Cricket Association (MCA)) তাঁকে মুম্বইয়ের অনূর্ধ্ব-১৪ দলের হেড কোচ হিসেবে নিয়োগ করেছে।

Advertisment

২ বছর আগে ক্রিকেটে ফেরেন 

বাঁহাতি প্রাক্তন স্পিনার অঙ্কিত চহ্বনের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সাত বছরে কমিয়ে দেয়, যার ফলে তিনি দুই বছর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছিলেন। অঙ্কিত চহ্বন তাঁর কেরিয়ারে ১৮টি ফার্স্ট ক্লাস, ২০টি লিস্ট ‘এ’ এবং ১৩টি আইপিএল ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?

Advertisment

কোচিংয়ের জন্য লেভেল-১ পরীক্ষা উতরে গিয়েছেন 

নিষেধাজ্ঞার পরও চহ্বন মুম্বাইয়ের কর্ণাটক স্পোর্টস ক্লাবের হয়ে ক্লাব ক্রিকেট খেলা চালিয়ে যান এবং কোচিংয়ের জন্য লেভেল-১ পরীক্ষাও পাশ করেন। এখন তিনি কোচ হিসেবে তাঁর কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। চহ্বন The Indian Express–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “এটা আমার জীবনের দ্বিতীয় ইনিংস, যার জন্য আমি মুখিয়ে আছি। জীবনে সবসময় ফিরে আসার সুযোগ থাকে। আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছে। কোচিংয়ের কথা আমার আগে থেকেই ভাবনায় ছিল। সামনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল। অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে আমি খুদে খেলোয়াড়দের বেসিক টেকনিকে জোর দিতে চাই, যাতে তারা নিজেদের খেলা আরও ভাল করতে পারে।”

আরও পড়ুন শুভমানের সেঞ্চুরিতে ভাঙল একাধিক রেকর্ড, বন্ধ হল নিন্দুকদের মুখ

প্রমাণের অভাবে খালাস 

উল্লেখ্য, ২০১৩ সালে বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটি এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বনকে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দোষী সাব্যস্ত করে আজীবন নির্বাসনে পাঠায়। তবে ২০১৫ সালে দিল্লির ট্রায়াল কোর্টে প্রমাণের অভাবে তিনজনই বেকসুর খালাস হন। তবু বিসিসিআই সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছিল। পরে ২০২১ সালের জুনে বিসিসিআই এই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে সাত বছর করে।

আরও পড়ুন লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত

ওঙ্কার সালভি থাকছেন রঞ্জি দলের হেড কোচ 

বুধবার MCA বয়সভিত্তিক দলের কোচ ও নির্বাচকদের নিয়োগের কথা ঘোষণা করেছে। রঞ্জি ট্রফি দলের প্রধান কোচ হিসেবে ওঙ্কার সালভিকেই আগামী ঘরোয়া মরশুমের জন্য রাখা হয়েছে। রঞ্জি ট্রফিতে তাঁর নজরকাড়া পারফরম্যান্সের জন্যই ওঙ্কারকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বোলিং কোচও করা হয়েছিল। পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিলকেও নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে।

IPL The Mumbai Cricket Association (MCA) Match Fixing