বিশ্বকাপে তাঁর দলের পারফরম্যান্স হৃদয় জিতে নিয়েছে। ফাইনালে নিয়মমাফিক হেরেও হৃদয়ের দরবারে বিজয়ী হয়েছে নিউজিল্যান্ড। আর সেই নিউজিল্যান্ডের হেড কোচ মাইক হেসন এবার ভারতের কোচের পদে আবেদন করতে চলেছে। সূত্রের খবর এমনটাই। সর্বভারতীয় এক ক্রিকেট ওয়েবসাইটের দাবি অনুযায়ী, কিউয়ি কোচ ভারতের কোচ হতে রীতিমতো আগ্রহী।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র সেই প্রতিবেদককে জানিয়েছেন, মাইক হেসন ভারতের কোচ হতে ভালমাত্রাতেই আগ্রহী। তিনি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ। অশ্বিনদের সাফল্যের সঙ্গেই কোচিং করাচ্ছেন। পাশাপাশি সম্প্রচারের কাজেও ভারতে এসেছিলেন। নিউজিল্যান্ডে সফলভাবে কোচিং করানোর পরে উনি ভারতের মতো একটা হাইপ্রোফাইল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন কেকেআরের ‘বিষনজরে’ তিন তারকা! শীঘ্রই হতে চলেছে ছাঁটাই
বিরাট-রোহিতের ‘ঝামেলা’য় জড়ালেন অনুষ্কা! প্রকাশ্যে এল বিবাদের চিত্র
কোহলিদের সংসারে নতুন কোচ! ঘোষণা করে দিল বিসিসিআই
২০১২ সালে নিউজিল্যান্ডের কোচ হয়েছিলেন। প্রাক্তন ভারত কোচ জন রাইটেরই স্থলভিষিক্ত হয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক একবছর আগে সবথেকে বড় সারপ্রাইজ দিয়েছিলেন দেশের ক্রিকেটকে। সরাসরি ইস্তফা দিয়েছিলেন। তাঁর পরিবর্তে কিউয়ি বোর্ডের তরফে নিয়োগ করা হয় গ্যারি স্টিডকে।
প্রথম শ্রেণির ক্রিকেট কোনওদিন খেলেলনি। তা সত্ত্বেও ভারতীয় কোচের পদে তিনি আবেদন করতেই পারেন। কারণ আন্তর্জাতিক পর্যায়ে নিউজিল্যান্ডের কোচ ছিলেন প্রায় ছয় বছর। যাইহোক, নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পরে হেসন কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ছিলেন। ভারতীয় দলের দায়িত্বে এলে তাঁকে অবশ্য কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হবে। সম্প্রচারকারী স্টার স্পোর্টসের হয়ে একাধিকবার ভারতে ধারাভাষ্য দেওয়ার কাজে এসেছেন।
এমন হাইপ্রোফাইল কোচ আপাতত বিসিসিআই-য়ের সিদ্ধান্তের অপেক্ষায়।