NorthEast United FC: 'একা আলাদিনই গড়ে দিল পার্থক্য...', নর্থ-ইস্টের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় সেন

NorthEast United FC: শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ প্রতিযোগিতা। ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড এবং ডায়মন্ড হারবার এফসি। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে নর্থ-ইস্ট একেবারে ধামাকাদার পারফরম্য়ান্স করল। ডায়মন্ড হারবার এফসি-কে তারা ৬-১ গোলে পরাস্ত করেছে।

NorthEast United FC: শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ প্রতিযোগিতা। ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড এবং ডায়মন্ড হারবার এফসি। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে নর্থ-ইস্ট একেবারে ধামাকাদার পারফরম্য়ান্স করল। ডায়মন্ড হারবার এফসি-কে তারা ৬-১ গোলে পরাস্ত করেছে।

author-image
Koushik Biswas
New Update
Sanjay Sen (1)

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন সঞ্জয় সেন

Durand Cup 2025: শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ প্রতিযোগিতা। ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড (NorthEast United FC) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে নর্থ-ইস্ট একেবারে ধামাকাদার পারফরম্য়ান্স করল। ডায়মন্ড হারবার এফসি-কে তারা ৬-১ গোলে পরাস্ত করেছে। পেদ্রো বেনালি ব্রিগেডের এই পারফরম্য়ান্স দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত বাংলার স্বনামধন্য ফুটবল কোচ সঞ্জয় সেন (Sanjay Sen)। আলাদা করে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেডের তারকা বিদেশি আলাদিন আজারাইয়ের কথাও উল্লেখ করলেন।

Advertisment

Durand Cup 2025 Closing Ceremony: নাচে-গানে শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ, দেখে নিন ছবিতে

বেনালির প্রশংসা সঞ্জয়ের মুখে

রবিবার (২৪ অগাস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ফোন মারফৎ সঞ্জয় সেন বললেন, 'নর্থ-ইস্ট ইউনাইটেড যে জয়লাভ করেছে, এর দুটো দিক রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখা, অনেক বড় একটা ব্যাপার। এটা যথেষ্ট কঠিন বিষয়। তবে ওদের কোচ (পেদ্রো) বেনালি গোটা দলটাকে যেভাবে মোটিভেট করে রেখেছিল, তা সত্যিই অসাধারণ। গোটা টুর্নামেন্টে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি যথেষ্ট নজরকাড়া ফুটবল খেললেও, কখনই তারা আত্মতুষ্টিতে ভোগেনি।' 

Advertisment

Durand Cup 2025 Final Highlights: দুরমুশ ডায়মন্ড হারবার, হাফজজন গোলে ডুরান্ড জয় নর্থ-ইস্ট ইউনাইটেডের

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি আমরা ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার ম্যাচের কথা মনে করি, তাহলে এই ব্যাপারটা আমরা আরও ভালভাবে বুঝতে পারব। ইস্টবেঙ্গলের মতো একটা বড় দলকে হারানোর পর কীভাবে নিজেদের আরও রিজার্ভ করে রাখা যায়, সেটা ডায়মন্ড হারবার এফসি করতে পারেনি। আর সেকারণেই এই ফলাফল হয়েছে। গত ম্য়াচে ডায়মন্ড হারবার এফসি-র ফলাফলটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তবে আমি চোখ বন্ধ করে একথা বলতে পারি, নর্থ-ইস্ট ইউনাইটেড একেবারে যোগ্য দল হিসেবেই এই টুর্নামেন্টের খেতাব জিতেছে।'

Durand Cup 2025 Final: আগুন গোল আশিরের, প্রথমার্ধে এগিয়ে রইল নর্থ-ইস্ট ইউনাইটেড

নর্থ-ইস্ট ইউনাইটেড দলের পারফরম্য়ান্স নিয়ে কথা বলতে গিয়ে আলাদিন আজারাই সম্পর্কে প্রশংসা ঝরে পড়ল সঞ্জয় সেনের গলায়। বললেন, 'আমি একজন ফুটবলারের কথা আলাদা করে বলতেই পারি। সে হল আলাদিন আজারাই। ফাইনাল ম্য়াচে ও একাই অনেকটা তফাৎ গড়ে দিয়েছে। এছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে পার্থিব গগৈ থেকে শুরু করে আশির আখতার, সকলেই নজরকাড়া ফুটবল উপহার দিয়েছে। গত এক-দু'বছর ধরে আইএসএল টুর্নামেন্টে বেনালির কোচিংয়ে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি যে ধারাবাহিকতা দেখাচ্ছে, সেটাই তারা ডুরান্ড কাপে ধরে রেখেছে। আশা করি, এই পারফরম্যান্স আগামী আইএসএল টুর্নামেন্টে আরও উদ্বুদ্ধ করবে।'

Diamond Harbour FC Sanjay Sen Durand Cup 2025 NorthEast United FC