/indian-express-bangla/media/media_files/2025/04/26/Dez61SuyikeSJtS1EmkJ.jpg)
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি
Pahalgam Terror Attack: পহেলগাঁও সন্ত্রাসবাদী আক্রমণের জেরে ক্রমশ ক্ষোভের পারদ বাড়ছে ভারতীয়দের। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান বিরোধী পোস্টের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। ক্রিকেট বিশ্বের বেশ কয়েকজন প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই তালিকায় নাম রয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের।
এমনকী, পাকিস্তান ক্রিকেটারদের মধ্য়ে মহম্মদ হাফিজ এবং দানিশ কানেরিয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিন্তু, এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) থেকে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর সেকারণেই তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
বিরাট-সচিন এবং সৌরভ সহ বেশ কয়েকজন ক্রিকেটার শোকজ্ঞাপন করেছেন
পহেলগাঁও জঙ্গি হামলাকে বিরাট কোহলি 'নপুংসক' বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শুভমান গিলও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমাদের দেশে হিংসার কোনও জায়গা নেই। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর আবার হুঁশিয়ারি দিয়েছেন, এই হামলার বদলা অবশ্যই নেবে ভারত। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই এবার জবাব দেওয়া উচিত।
সমালোচনার মুখে মহেন্দ্র সিং ধোনি
কিন্তু, পহেলগাঁও জঙ্গি আক্রমণ নিয়ে মহেন্দ্র সিং ধোনির থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেকারণে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১১ সালে ভারতের টেরিটোরিয়াল আর্মি মহেন্দ্র সিং ধোনিকে লেফটেন্যান্ট পদে সম্মানিত করেছিল।
পহেলগাঁও আবহে একজন মন্তব্য করেছেন, তিনি আগে চেন্নাই সুপার কিংস দলের সমর্থক ছিলেন। কিন্তু, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের ঘটনায় ধোনি কোনও প্রতিক্রিয়া দেননি। আর এবার পহেলগাঁওয়ের ঘটনাতেও নীরবতা পালন করলেন। আর সেকারণেই তিনি ধোনি এবং CSK-কে নিয়ে সমালোচনা করছেন।
I used to be a CSK fan, but this year I saw MS Dhoni's hypocrisy. He remained silent on Hindu persecution in Murshidabad and Bangladesh. While many players posted about Pahalgam, he didn’t. Instead, CSK's social handles are filled with adoring Pakistan's Cricket League.
— Vaishnava (@Shubh4reall) April 24, 2025
CSK and MS didn’t say single word regarding the attack, hence I request
— Random Blaberr (@randomblabberr) April 23, 2025
Ban Prime Minister Dhoni
Ban the CSK government ruling India right now
Ban Defence Minister Fleming
Ban Union Minister Ruturaj#Pahalgam#PahalgamTerroristAttack#पहलगाम#pahalgamattack
অপর একজন আবার জানিয়েছেন, ধোনি একজন লেফটেন্যান্ট হয়েও পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কোনও কথা বললেন না। আর সেকারণে কয়েকজন সমর্থক ধোনির পাশাপাশি তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের নিন্দা করতে শুরু করেছেন।