Pakistan Cricket: আনন্দের দিনেই চরম দুঃসংবাদ, হাহাকার পাকিস্তান ক্রিকেটে

Pakistan vs Ireland T20 2025: পাকিস্তান এবং আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে পাকিস্তান ১১ রানে পরাস্ত হয়। বিষয়টা নিয়ে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়েছে।

Pakistan vs Ireland T20 2025: পাকিস্তান এবং আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে পাকিস্তান ১১ রানে পরাস্ত হয়। বিষয়টা নিয়ে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistani Cricket Fan

ছবিটি প্রতীকী

Pakistan Cricket: বুধবার (৬ জুলাই) পাকিস্তান ক্রিকেট বোর্ডের Pakistan Cricket Board (PCB)  পক্ষ থেকে মহিলা ক্রিকেটারদের জন্য নয়া সেন্ট্রাল কনট্র্যাক্ট (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছিল। এই চুক্তি অনুসারে, ক্রিকেটারদের স্যালারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই আনন্দ সংবাদ হজম করতে না করতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ১১ রানে হেরে গেল পাকিস্তান ক্রিকেট দল।

Advertisment

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

ডাবলিনে আয়োজিত এই ম্য়াচে টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশ মহিলারা ১৪২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার অ্যামি হান্টার (৩০ বলে ৩৭ রান)। আর পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট শিকার করেন ফতিমা সানা।

Advertisment

Pakistan Cricket Team Controversy: তুলনা হত 'কিং' কোহলির সঙ্গে, সেই বাবরকে এবার 'ঘাড়ধাক্কা' পাকিস্তানের!

ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তান

এরপর ব্যাট করতে নামে পাকিস্তান। শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। দলের হয়ে সর্বাধিক ২৯ রান করেন নাতালিয়া পারভেজ। এছাড়া ২৭ রান করেছেন রামিন শামিম। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে। আইরিশ বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট শিকার করেছেন ওর্লা প্রেডারগেস্ট। এছাড়া জোড়া উইকেট তুলে নেন জেন মাগুয়ের। শেষপর্যন্ত প্রথম ম্য়াচেই মুখ পোড়াল পাকিস্তান।

Pakistan Cricket Board: আর কোনওদিন খেলবে না পাকিস্তান! হেরে গিয়েই নাকে কান্না পাক ক্রিকেট বোর্ডের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের এই নয়া কেন্দ্রীয় বার্ষিক চুক্তি অনুসারে, প্রত্যেক ক্রিকেটারের মাসিক বেতন ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেট খেলার প্রতি মহিলাদের আগ্রহ আরও বাড়ানো এবং আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৬ অগাস্ট সকালবেলা এই ঘোষণা হওয়ার পরই রাতের বেলা আয়ারল্যান্ডের মতো একটা দুর্বল দলের বিরুদ্ধে তারা হেরে গিয়েছে। বিষয়টা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে যথেষ্ট হাসাহাসি শুরু হয়েছে। যদিও আগামী বেশ কয়েকটা মাসে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে বেশ কয়েকটা বড় বড় টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। তার উপর আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে মহিলা টি-২০ বিশ্বকাপের আসরও বসতে চলেছে।

Pakistan Cricket Pakistan Cricket Board (PCB)