Pakistan Cricket Team: বিশ্ব দরবারে ফের 'বেইজ্জত' পাকিস্তান, হারল বাংলাদেশের কাছেও!

Bangladesh vs Pakistan: চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। ম্য়াচটি শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে পাকিস্তান ৭ উইকেটে হেরে গিয়েছে।

Bangladesh vs Pakistan: চলতি মহিলা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। ম্য়াচটি শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে পাকিস্তান ৭ উইকেটে হেরে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team (6)

বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার পাকিস্তানের

Pakistan Cricket Team: গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025)। বৃহস্পতিবার অর্থাৎ ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তান। ম্য়াচটি শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে বাংলাদেশি বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। আর সেকারণেই পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা খুব বেশি রান করতে পারেননি। এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল মাত্র ১২৯ রান করেছে। দলের একজন ব্যাটারও সেইভাবে নজর কাড়তে পারেনি। কেউ হাফসেঞ্চুরি পর্যন্ত করতে পারেনি। শেষপর্যন্ত বাংলাদেশ এই ম্য়াচটা ৭ উইকেটে নিজেদের পকেটে পুরে ফেলেছে।

Advertisment

IND W vs SL W Highlights: চক দে ইন্ডিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

একেবারে ফ্লপ পাকিস্তানের ব্য়াটিং

এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, ৩৮.৩ ওভারের মধ্যেই তারা ১২৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের ওপেনিং ব্যাটার মুনিবা আলি ৩৫ বলে ১৭ রান করেন। অন্যদিকে, রানের খাতাই খুলতে পারলেন না উমেইমা সোহেল। গোল্ডেন ডাক হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর সিদরা আমিনও গোল্ডেন ডাকের শিকার হলেন। এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন রমীন শামিম। তিনি অবশ্য ৩৯ বলে ২৩ রান করেছেন। এছাড়া আলিয়া রিয়াজ ৪৩ বলে ১৩ রান এবং অধিনায়ক ফতিমা সানা ৩৩ বলে ২২ রান করে আউট হন। অর্থাৎ, পাকিস্তান ক্রিকেট দলের কোনও ব্যাটারই সেই অর্থে নজর কাড়তে পারেননি। সেকারণে দলও বড় স্কোর খাড়া করতে পারেনি।

Advertisment

IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!

একনজরে বাংলাদেশের ব্যাটিং

এই টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ মহিলা ক্রিকেটাররাও শুরুটা একেবারে ভাল করতে পারেননি। মাত্র ৭ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। ফিরে যান ফরজানা হক। তিনি ১৭ বল খেলে মাত্র ২ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন রুবিয়া হায়দার। ৭৭ বলে ৫৪ রান করেছেন তিনি। এছাড়া নিগার সুলতানা ২৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ৩১.৩ ওভারের মধ্যেই বাংলাদেশ তাদের টার্গেট হাসিল করে নেয়।

IND W vs ENG W: ডুবে গেল ব্রিটিশ সূর্য, ইংল্যান্ডে ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

কেমন বল করলেন বাংলাদেশের 

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট স্বর্ণ আখতার শিকার করেছেন। ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে তিনি পাকিস্তানের তিনজন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এছাড়া নাহিদ আখতার ৮ ওভারে ১৯ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। মারুফা আখতার ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। পাকিস্তানের হয়ে ফতিমা সানা ১ উইকেট শিকার করেছেন।

Pakistan Cricket Team Women’s ODI World Cup 2025