/indian-express-bangla/media/media_files/2025/08/07/pakistani-cricket-fan-2025-08-07-02-47-21.jpg)
ছবিটি প্রতীকী
Asia Cup 2025: ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে না পাকিস্তান। ইতিমধ্যে বিষয়টা চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি বছর ভারত এই টুর্নামেন্টের আয়োজন করছে। আগামী ২৯ অগাস্ট থেকে বিহারের রাজগিরে টুর্নামেন্টের আসর বসবে। মোট ৮ দলের মধ্যে আয়োজিত এই হকি টুর্নামেন্ট থেকে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করল। পাকিস্তানের পাশাপাশি ওমানও আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।
এবার এই দুটো ফাঁকা জায়গায় বাংলাদেশ এবং কাজাখস্তানকে সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ অগাস্ট) হকি এশিয়া কাপের সূচি জারি করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক, এই টুর্নামেন্টে ভারতীয় হকি দল কবে-কার বিরুদ্ধে খেলতে নামবে।
'ভারতে যাব না', জানিয়ে দিয়েছে পাকিস্তান
পহেলগাঁও জঙ্গি হানার পর ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক অনেকটাই অবনত হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দুই দেশের খেলাধুলোর উপরেও। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান জানিয়ে দিয়েছে যে তারা ভারতে আসতে পারবে না। যদিও ভারত সরকার পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে একেবারে প্রস্তুত ছিলেন। কিন্তু, তা সত্ত্বেও পাকিস্তান হকি ফেডারেশন জানিয়ে দিয়েছে যে তারা ভারতে হকি দল পাঠাবে না।
Pakistan in Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে চরম সিদ্ধান্ত পাকিস্তানের, হয়ে গেল হাসির খোরাক
যদিও ভারত ইতিপূর্বেই পাকিস্তানের বদলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা সেরেই রেখেছিল। আয়োজন ভারতকে পুল এ'তে চিন, জাপান এবং কাজাখস্তানের সঙ্গে রাখা হয়েছে। অন্যদিকে পুল বি'তে রয়েছে গতবারের বিজয়ী দল কোরিয়া, মালয়েশিয়া, চিনা তাইপেই এবং বাংলাদেশ। যে দল এই টুর্নামেন্টে জয়লাভ করবে, আগামী ২০২৬ সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আয়োজিত হকি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে।
এই দলের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া
আগামী ২০ অগাস্ট থেকে শুরু হচ্ছে ২০২৫ হকি এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচটি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে সকাল ৯টা থেকে আয়োজন করা হবে। ওই একই দিনে দুপুর তিনটে থেকে ভারতীয় হকি দল প্রথম ম্য়াচটা চিনের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর আগামী ৩১ অগাস্ট জাপানের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ
আগামী ১ সেপ্টেম্বর টিম ইন্ডিয়া অন্তিম পুল ম্য়াচ খেলতে নামবে। এটা তারা খেলবে কাজাখস্তানের বিরুদ্ধে। দুই পুলের শীর্ষ ২ দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। আগামী ৩ সেপ্টেম্বর এই ম্য়াচের আয়োজন করা হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার ফোরের শীর্ষ ২ দল সরাসরি ফাইনালে নিজেদের নাম লেখাবে। আগামী ৭ সেপ্টেম্বর ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে।
Hockey World Cup 2018: থিম সংয়ের প্রোমো শেয়ার করলেন এআর রহমান
এশিয়া কাপে ভারতের রেকর্ড
হকি এশিয়া কাপে সবথেকে সফল দল হল কোরিয়া। তারা এখনও পর্যন্ত মোট ৫ বার এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দলই ৩ বার করে জয়লাভ করেছে। ২০১৭ সালে শেষবার টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল। ঢাকায় আয়োজিত ফাইনাল ম্য়াচে মালয়েশিয়াকে ২-১ গোলে তারা পরাস্ত করে। গত বছর জাকার্তায় আয়োজিত এই টুর্নামেন্টে ভারত তৃতীয় স্থান অর্জন করেছিল।