/indian-express-bangla/media/media_files/2025/09/20/pakistani-cricket-fan-2025-09-20-11-08-34.jpg)
হতাশায় ভেঙে পড়েছেন পাকিস্তানের ক্রিকেট সমর্থক
Pakistan Cricket Team: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বসতে চলেছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেছে। দুটো দলের মধ্যে আপাতত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম দুটো ম্য়াচে দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার তাজ়মিন ব্রিটস দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে শতরান করেন। পাকিস্তানকে প্রথম ওয়ানডে ম্যাচে হারানোর পর দ্বিতীয় ম্য়াাচেও সেই একই ফলাফলের পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। দ্বিতীয় ম্য়াচে ২৫ রানে জয়লাভ করল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।
ওয়ানডে ম্য়াচে শতরানের হ্যাটট্রিক করলেন তাজ়মিন ব্রিটস
লাহোরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের ওপেনার তাজ়মিন ব্রিটস দুর্দান্ত শতরান করলেন। তিনি মাত্র ১০৬ বলে নিজের শতরান পূরণ করেন। শেষপর্যন্ত ১৪১ বলে ২০ চার এবং ৪ ছক্কার দৌলতে ১৭১ রান করে আউট হন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেটে ব্রিটস টানা ৩ শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে একটা বড় রেকর্ডও কায়েম করেছেন তিনি।
India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!
স্পেশাল রেকর্ড গড়লেন ব্রিটস
মহিলা ওয়ানডে ক্রিকেটে ব্রিটস লাগাতার তিনটে ম্য়াচে টানা ৩ শতরান হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেন। মহিলা ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত একমাত্র এমি স্যাটরবেট টানা ৪ ম্য়াচে চারটে শতরান হাঁকিয়েছেন। ব্রিটস ইতিমধ্য়ে সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফেলেছেন। আগামী ম্য়াচে তিনি স্যাটরবেটের এই রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
ইতিপূর্বে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিটস প্রথম শতরান হাঁকিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে তিনি ১০১ রানে অপরাজিত থাকেন। এবার দ্বিতীয় একদিনের ম্য়াচেও ১৭১ রানের ধামাকাদার ইনিংস উপহার দেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us