/indian-express-bangla/media/media_files/2025/10/23/aamer-jamal-2025-10-23-23-18-51.jpg)
ছবি পোস্ট করলেন আমির জামাল
Pakistan Cricket Team: পাকিস্তানি ক্রিকেটার আমির জামালের (Aamer Jamal) নাম হয়ত আপনারা অনেকেই শুনে থাকবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাঁর পরিবারে নেমে এল এক শোকের ছায়া। জানা গিয়েছে, এই ক্রিকেটারের মেয়ে আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জামাল নিজেই সোশ্যাল মিডিয়ায় এই দুঃখজনক খবরটি শেয়ার করেছেন। জানিয়েছেন, সদ্যোজাত কন্যাকে হারালেন তিনি। প্রসঙ্গত, আমির জামাল সম্প্রতিই বাবা হয়েছিলেন। কিন্তু, পরিবারে এই সুখের সময় আচমকাই শোকের আবহে রূপান্তরিত হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই পাকিস্তানি ক্রিকেট সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটাররা শোকবার্তা জানাতে শুরু করেছেন।
Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
পাকিস্তানি তারকার উপর ভাঙল শোকের পাহাড়
বৃহস্পতিবার আমির জামাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তাঁর আঙুল ধরে রয়েছে সদ্যোজাত কন্যা। এই ছবি শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, 'ঈশ্বরের তরফ থেকে, ঈশ্বরের জন্য। আমার ছোট্ট পরী, আমি আর তোমাকে ধরে রাখতে পারলাম না। বাবা-মা তোমাকে খুব মিস করবে। তুমি স্বর্গের সর্বোচ্চ স্থানে থেকো।' আমিরের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সকলেই তাঁকে সমবেদনা জানাতে শুরু করেন। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীরও এই পোস্টে কমেন্ট করেছেন এবং আমিরকে স্বান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, 'এই কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ঈশ্বর তোমাকে এবং তোমার স্ত্রী'কে অসীম শক্তি দিন।'
Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
পাকিস্তান ক্রিকেট দলে সুযোগ পাচ্ছিলেন না আমির
২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন আমির জামাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই টেস্ট সিরিজের পর জাতীয় দলে আর সেভাবে সুযোগ পাননি তিনি। আপাতত পাকিস্তান ক্রিকেট দলের দরজা তাঁর সামনে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। যদিও পাকিস্তানে আয়োজিত কায়দে আজ়ম ট্রফিতে তিনি লাহোর রিজিওন হোয়াইটসের হয়ে খেলেন।
একনজরে ক্রিকেট কেরিয়ার
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে আমির জামাল ৮ টেস্ট ম্য়াচে ৩৫২ রান করেছেন। এর পাশাপাশি ২১ ব্যাটারকে তিনি আউট করেন। অন্যদিকে, ৩ ওয়ানডে ম্য়াচে তিনি ৫ রান করার পাশাপাশি তিনটে উইকেট তুলে নেন। এছাড়া ৬ টি-২০ ম্য়াচে ৮৮ রান করার পাশাপাশি ২ ব্যাটারকে শিকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us