Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট দল হামেশাই এমন ঘটনার সাক্ষী হয়, যে কারণে কার্যত বাধ্য হয়েই তাঁদের মাথা হেঁট হয়ে যায়। কখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড, কখনও বা আবার ওই দেশের ক্রিকেটার এমন কাণ্ডে জড়িয়ে পড়েন, যাতে তাঁদের বেইজ্জত হতে হয়। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের একজন ক্রিকেটার ধর্ষণে (Rape) অভিযুক্ত হয়েছে। ইংল্যান্ডের ম্য়ানচেস্টারে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও অ্যাকশন নেওয়া হয়েছে। ওই ক্রিকেটারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়েছে।
Pakistan Cricket Team: ২ বছরে ৬ নম্বর কোচ! RCB কোচকেই এবার বাবর-আফ্রিদিদের দায়িত্বে আনল PCB
হায়দার আলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
পাকিস্তানের তারকা ক্রিকেটার হায়দার আলির বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। ম্য়ানচেস্টার পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। পরে অবশ্য জামিনে মুক্তি হয়েছে। শোনা যাচ্ছে, কয়েকদিন আগে পাকিস্তান শাহিন টিম ইংল্যান্ডে গিয়েছিলেন। সেই দলের সদস্য ছিলেন হায়দার আলি। বেকেনহাম গ্রাউন্ডে ম্যাচ খেলছিল পাকিস্তান শাহিন টিম। সেই সময়ই হায়দার আলিকে গ্রেফতার করে পুলিশ।
Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেটে বিস্ফোরণ! বাবর-রিজওয়ানদের ছেঁটেই ফেললেন নয়া কোচ
সাসপেন্ড করেছে PCB
এই খবরটা প্রকাশ্যে আসতে না আসতেই হায়দার আলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তদন্ত শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ওই ক্রিকেটারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'পাকিস্তান শাহিন টিম যখন ইংল্যান্ডে গিয়েছিল, এই ঘটনাটি তখনকার। হায়দার আলিকে যাবতীয় আইনি সাহায্য করছে পিসিবি, যাতে ও নিজের স্বপক্ষে যুক্তি দিতে পারে। ব্রিটেনের আইনি ব্যবস্থাকে পিসিবি সম্পূর্ণ সম্মান করে। আর সেকারণেই বোর্ডের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যতদিন না পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষ হবে, ততদিন হায়দার আলিকে সাসপেন্ড করা হল।'
Pakistan Cricket Team Controversy: তুলনা হত 'কিং' কোহলির সঙ্গে, সেই বাবরকে এবার 'ঘাড়ধাক্কা' পাকিস্তানের!
হায়দার আলির কেরিয়ার
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে হায়দার আলি ৩৫ টি-২০ ম্য়াচ এবং ২ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার ৫০০-র বেশি রান করেছেন। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাঁর পারফরম্য়ান্স যথেষ্ট নজরকাড়া। ৪৭-এর গড়ে রান করেছেন তিনি। তবে এই ঘটনায় হায়দার আলি যে সমস্যায় পড়তে চলেছেন, তা আন্দাজ করা যেতেই পারে। পাশাপাশি তাঁর কেরিয়ারও দাঁড়িয়ে রয়েছে চরম অনিশ্চয়তার মুখে।